১১৬৯

পরিচ্ছেদঃ ২১২: রাতে উঠে (তাহজ্জুদ) নামায পড়ার ফযীলত

৩/১১৬৯। আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ও ফাতেমার নিকট রাত্রি বেলায় আগমন করলেন এবং বললেন, “তোমরা স্বামী-স্ত্রী কি (তাহাজ্জুদের) নামায পড় না?” (বুখারী ও মুসলিম)[1]

(212) بَابُ فَضْلِ قِيَامِ اللَّيْل

وَعَنْ عَليٍّ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم طَرَقَهُ وَفَاطِمَةَ لَيْلاً، فَقَالَ: «أَلاَ تُصَلِّيَانِ ؟» متفقٌ عَلَيْهِ

وعن علي رضي الله عنه: ان النبي صلى الله عليه وسلم طرقه وفاطمة ليلا، فقال: «الا تصليان ؟» متفق عليه

(212) Chapter: Excellence of Standing in Prayer at Night


'Ali (May Allah be pleased with him) reported:
The Prophet (ﷺ) visited me and Fatimah (May Allah be pleased with her) one night and said, "Do you not observe prayer (at night)?"

[Al-Bukhari and Muslim].

Commentary: This Hadith tells us that one should also awaken others at night for prayer so that they also avail the benefits of performing prayer at this particular time.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৮/ বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে (كتاب الفضائل)