১১০৯

পরিচ্ছেদঃ ১৯৬: ফজরের দু’ রাকআত সুন্নতের গুরুত্ব

২/১১০৯। উক্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ফজরের দু’ রাকআত (সুন্নত) পৃথিবী ও তাতে যা কিছু আছে সবার চেয়ে উত্তম।” (মুসলিম) [1] অন্য এক বর্ণনায় বলা হয়েছে, “ঐ দুই রাকআত আমার নিকট দুনিয়ার সবকিছু থেকে অধিক প্রিয়।”

(196) بَابُ تَأْكِيْدِ رَكْعَتَيْ سُنَّةِ الصُّبْحِ

وَعَنْها، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «رَكْعَتَا الفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا». رواه مُسلِمٌ . وفي رواية: «لَهُمَا أحَبُّ إليَّ مِنَ الدُّنْيَا جَمِيعاً»

وعنها، عن النبي صلى الله عليه وسلم قال: «ركعتا الفجر خير من الدنيا وما فيها». رواه مسلم . وفي رواية: «لهما احب الي من الدنيا جميعا»

(196) Chapter: Emphasis on Performing two Rak'ah Sunnah before Dawn (Fajr) Prayer


'Aishah (May Allah be pleased with her) reported:
The Prophet (ﷺ) said, "The two Rak'ah before the dawn (Fajr) prayer are better than this world and all it contains."

[Muslim]

Another narration goes: "The two Rak'ah before the dawn (Fajr) prayer are dearer to me than the whole world."

Commentary: This Hadith tells us the merits of the two Rak`ah of Fajr prayers. All the Ahadith mentioned above prove that the two Rak`ah of Fajr are highly meritorious, and one should not show any slackness or negligence in offering them.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৮/ বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে (كتاب الفضائل)