৭৬৩

পরিচ্ছেদঃ ১১১: পান করার আদব-কায়দা

৩/৭৬৩। আবূ ক্বাতাদা রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন। (বুখারী ও মুসলিম) [1]

(111) بَابُ أَدَبِ الشُّرْبِ

وَعَن أَبي قَتَادَةَ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أنْ يُتَنَفَّسَ فِي الإِنَاءِ . متفق عَلَيْهِ

وعن ابي قتادة رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم نهى ان يتنفس في الاناء متفق عليه

(111) Chapter: Etiquette of Drinking Water


Abu Qatadah (May Allah be pleased with him) reported: The Prophet (ﷺ) forbade breathing into the vessel while drinking.

[Al-Bukhari and Muslim].

Commentary: The Messenger of Allah (PBUH) prohibited us from breathing in the drinking vessel because the bad smell or spittle may flow into the drink. This is both loathsome as well as injurious to one's health.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
২/ পানাহারের আদব-কায়দা (كتاب أدب الطعام)