৫৪৭

পরিচ্ছেদঃ ৫৯: স্বহস্তে উপার্জিত খাবার খাওয়া, ভিক্ষাবৃত্তি থেকে বেঁচে থাকা এবং অপরকে দান করার প্রতি উৎসাহ দেওয়া প্রসঙ্গে

৪/৫৪৭। আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’যাকারিয়া আলাইহিস সালাম ছুতোর (কাঠ-মিস্ত্রী ছিলেন।’’ (মুসলিম) [1]

بَابُ الْحَثِّ عَلَى الْأَكْلِ مِنْ عَمَلِ يَدِهِوَالتَّعَفُّفِ بِهِ مِن السُّؤَالِ والتَّعَرُّضِ لِلْإَعْطَاءِ - (59)

وَعَنهُ: أنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «كَانَ زَكرِيّا عليه السلام نَجَّاراً ». رواه مسلم

وعنه: ان رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قال: «كان زكريا عليه السلام نجارا ». رواه مسلم

(59) Chapter: Encouraging Livelihood by (working with) Hands and Abstaining from Begging


Abu Hurairah (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "(Prophet) Zakariyya (ﷺ) was a carpenter."

[Al-Bukhari].


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
বিবিধ (كتاب المقدمات)