৩৮৫

পরিচ্ছেদঃ ৪৬ : আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সাথে ভালবাসা রাখার মাহাত্ম্য এবং তার প্রতি উৎসাহ প্রদান ও যে ব্যক্তি অন্য কাউকে ভালবাসে তাকে সে ব্যাপারে অবহিত করা ও কী বলে অবহিত করবে তার বিবরণ

৬/৩৮৫। বারা’ ইবনু আযিব রাদিয়াল্লাহু ’আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সম্পর্কে বলেছেন, ’’তাদেরকে কেবলমাত্র মু’মিনই ভালোবাসে এবং তাদের প্রতি কেবলমাত্র মুনাফিকই বিদ্বেষ রাখে। যে ব্যক্তি তাদেরকে ভালবাসবে, আল্লাহও তাকে ভালবাসবেন। আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ রাখবে, আল্লাহও তার প্রতি বিদ্বেষ রাখবেন।’’(বুখারী-মুসলিম) [1]

بَابُ فَضْلِ الْحُبِّ فِي اللهِ وَالْحَثِّ عَلَيْهِ وَإِعْلاَمِ الرَّجُلِ مَنْ يُحِبُّهُ أَنَّهُ يُحِبُّهُ، وَمَاذَا يَقُوْلُ لَهُ إِذَا أَعْلَمَهُ - (46)

وَعَنِ البَرَاءِ بنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنهُمَا، عَنِ النَّبيِّ صلى الله عليه وسلم أنَّهُ قَالَ في الأنصَارِ: «لاَ يُحِبُّهُمْ إلاَّ مُؤمِنٌ، وَلاَ يُبْغِضُهُمْ إلاَّ مُنَافِقٌ، مَنْ أحَبَّهُمْ أَحَبَّهُ الله، وَمَنْ أبْغَضَهُمْ أبْغَضَهُ الله». مُتَّفَقٌ عَلَيهِ

وعن البراء بن عازب رضي الله عنهما، عن النبي صلى الله عليه وسلم انه قال في الانصار: «لا يحبهم الا مومن، ولا يبغضهم الا منافق، من احبهم احبه الله، ومن ابغضهم ابغضه الله». متفق عليه

(46) Chapter: Excellence and Etiquette of Sincere love for the sake of Allah


Al-Bara' bin 'Azib (May Allah be pleased with them) reported:
The Prophet (ﷺ) said about the Ansar: "Only a believer loves them, and only a hypocrite hates them. Allah loves him who loves them and Allah hates him who hates them".

[Al-Bukhari and Muslim].

Commentary: The way the Ansar or Helpers, faithfully served Islam, Muslims and the Prophet (PBUH), constitutes not only one of the brightest chapters of Islamic history but also makes them a model of excellent conduct and
character. Almighty Allah rewarded them for their devotion to Islam with immense love for Faith - the love which became a symbol of their Faith and love for Allah. Not only that, because of this devotion of the Ansar, everyone who entertained jealousy and hatred against them was declared a hypocrite by Allah. There were two famous tribes, namely Al-Aus and Al-Khazraj in Al-Madinah. In the pre-Islamic days they were enemies to each other. When they embraced Islam, they became close brothers. They welcomed the Muhajirun (the Emigrants) with open arms and rendered every possible assistance to them. For this reason they were named Ansar. May Allah be pleased with them and they be pleased with Him.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
বিবিধ (كتاب المقدمات)