পরিচ্ছেদঃ ৩. মসজিদ নির্মাণের ফযীলত
৭২০২। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবদুল হামীদ ইবনু জা’ফর (রহঃ) থেকে এ সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তাদের হাদীসের মধ্যে রয়েছে যে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।
باب فَضْلِ بِنَاءِ الْمَسَاجِدِ
وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، وَعَبْدُ الْمَلِكِ بْنُ، الصَّبَّاحِ كِلاَهُمَا عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّ فِي، حَدِيثِهِمَا " بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ " .
This hadith has been narrated on the authority of Ja'far with the same chain of transmitters with this variation (that the words are):
" Allah would build for him a house in Paradise."