অবতরণিকা
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد :
কিছু দ্বীনী ভাইয়ের আবেদন ছিল, আমি যেন একটি হাদীস-সংকলনের গ্রন্থ প্রকাশ করি এবং তাতে সেই সকল হাদীস একত্রিত করি, যা ‘রিয়াযুস স্বালেহীন’ ও ‘ফাযায়েল-রাযায়েল’-সহ আমার বিভিন্ন বই-পুস্তকে উল্লেখিত হয়েছে।
সেই প্রয়াসে কেটে গেল প্রায় ছয়টি মাস। আরবী যোগ করতে এবং তার হাওয়ালা সংগ্রহ করতে সময় লাগল অনেক। আর অন্যান্য কাজের ব্যস্ততা তো আছেই।
গ্রন্থটিকে বিষয়ভিত্তিক অধ্যায় ও শিরোনাম দিয়ে বিন্যস্ত করেছি। আর সেই জন্য কিছু হাদীস একাধিকবার উল্লেখিত হয়েছে বিভিন্ন স্থানে। তবে তার মানে এই নয় যে, সকল বিষয়ের সকল হাদীস এ গ্রন্থে পাওয়া যাবে। কারণ, বহু বিষয় আছে, যা নিয়ে আমি এখনও কিছু লিখিনি। তবুও একই গ্রন্থে বহু সহীহ হাদীস একত্রিত পেলে বহু ভাই-বোন যথেষ্ট উপকৃত হবেন আশা করি।
গ্রন্থটিকে ছাপার আগ্রহ দেখান রাজশাহীর ‘ওয়াহীদিয়া ইসলামীয়া লাইব্রেরী’ বাংলাদেশসহ আরো অনেক সুনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান। কিন্তু গ্রন্থটির গুরুত্ব বিবেচনায় বিশেষ কারণ বশত: আমি কেবল ‘ওয়াহীদিয়া ইসলামীয়া লাইব্রেরী’ কে ছাপানোর অনুমতি প্রদান করলাম। আল্লাহ সকলকে নেক প্রতিদান দিন। আমীন।
বিনীত
আব্দুল হামীদ ফাইযী মাদানী
আল-মাজমাআহ
সঊদী আরব
২৩/৪/৩৬হিঃ
১২/২/১৫খ্রিঃ
কেন বইটি ছাপালাম?
اِنَّ الْـحـَمْدَ لِلهِ وَحْدَهٗ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى مَنْ لَّا نَبِيَّ بَعْدَهٗ قَالَ اللهُ تَعَالٰى ﴿ وَمَاۤ اٰتٰىكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُﺠ وَمَآ نَھٰىكُمْ عَنْهُ فَانْتَھُوْاﺆ﴾
সকল প্রশংসা মহান আল্লাহ্ তা‘আলার। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদ (সা.) এর প্রতি, যাঁর জীবনাদর্শ প্রতিটি মুহূর্ত্বে প্রত্যেক মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।
আর তাঁর জীবনাদর্শ জানতে হলে পবিত্র কুরআন এবং সহীহ সুন্নাহ্ জানার বিকল্প নেই। বাংলা ভাষাভাষীরা সাধারণত কুতুবুস সিত্তাহ্ (সহীহুল বুখারী, সহীহ মুসলিম, আবূ দাঊদ, নাসাঈ, তিরমিযী ও ইবনে মাজাহ্), ও সংকলিত মিশকাত, রিয়াযুয স্বলেহীন ও বুলুগুল মারাম হাদীসের কিতাবগুলোর নাম শুনে, জানে ও পড়ে থাকে। আর এ কয়েকটি কিতাবের মূল কপি ও বাংলা অনুবাদ আমাদের দেশে পাওয়া যায়। কিন্তু এ ছাড়াও যে একাধিক হাদীস গ্রন্থ রয়েছে, সে সমস্ত কিতাবগুলোর নাম অনেকে জানে না এবং ব্যক্তিগতভাবে সংগ্রহ নেই এমনকি এ দেশের বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান, লাইব্রেরীগুলোতেও খুঁজে পাওয়া যায় না।
যাহোক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের সকল দিক ও বিভাগ নিয়ে শাইখ আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী দীর্ঘ দিন যাবত বহু পরিশ্রম করে তাঁর রচিত অনুদিত ও সম্পাদিত প্রায় শতাধিক গ্রন্থ থেকে নির্বাচন করে বিষয়ভিত্তিক আকারে ৪২টি অধ্যায়ে, ৫৬৩টি বিষয়ে ৩৯০২টি গুরুত্বপূর্ণ সহীহ হাদীস প্রায় ৩০টিরও বেশি মূল হাদীস গ্রন্থ থেকে নির্বাচন করে সন্নিবেশিত করেছেন। যার অনেক হাদীস দূষ্প্রাপ্য হাদীসের কিতাব থেকে তাহক্বীক্ব ও তাখরীজ করে হাদীস নম্বর বা খন্ড, পৃষ্ঠা উল্লেখ করেছেন। তার ব্যবহৃত প্রতিটি হাদীস বা তার পৃষ্ঠা নম্বর, মাকতাবাতুস শামেলায় পা্ওয়া যাবে। (এটি একটি সফ্টওয়ার যাতে আরবী ভাষায় প্রায় ১৭,০০০ খানা বই রয়েছে) এছাড়াও তিনি অধিকাংশ বিষয়ের সাথে সংশিস্নষ্ট কুরআনের প্রায় ৪০০ টি আয়াত উল্লেখ করেছেন। (এই সফ্টওয়ারটি ইন্টারনেটে এই ঠিকানায় পাওয়া যাবে: http//www.shamela.ws)
উল্লেখ্য, তাওহীদ পাবলিকেশন্সের বুখারী, ইবনে মাজাহ, আলবানী একাডেমীর বুখারী, আবু দাউদ, মাদানী প্রকাশনীর নাসাঈ ও তিরমিযীর হাদীস নম্বর অত্র কিতাবে ব্যবহৃত হাদীস নম্বরের সাথে মিল রয়েছে। যে সমস্ত কিতাবগুলো থেকে হাদীসগুলো সংকলন করা হয়েছে সেগুলো ভূমিকার শেষাংশে লেখক, প্রকাশনীর বৃত্তান্ত উল্লেখ করা হল।
‘‘হাদীস সম্ভার’’ কিতাব খানা প্রকাশ করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর পরক্ষণে কৃতজ্ঞতা স্বীকার করছি সংকলকের, তাঁর পূর্ণ অনুমতি ও সহযোগিতায় মূল্যবান কিতাবখানা বাংলাভাষীদের খিদমাতে পেশ করতে পেরেছি। তাই আল্লাহর নিকট প্রাণ খুলে দু‘আ করি, আল্লাহ যেন সম্মানিত লেখক, দ্বীনের একনিষ্ঠ খাদিম ও বহু গ্রন্থ প্রণেতা শাইখ আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী (হাফিযাহুল্লাহ তা‘য়ালা) কে হায়াতে তইয়্যিবাহ্ ও উত্তম বিনিময় দান করেন। শাইখের এ পরিশ্রমের বদৌলতে তাঁর পিতা-মাতা, স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজনকে পরকালে নাজাত দান করেন। আর তিনি যেন আরো বেশি বেশি দ্বীনের খিদমাত করে যেতে পারেন এ প্রার্থনা করি।
আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সম্মানিত শাইখ মুনিরুল ইসলাম ফাইযী এবং আরো যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং উৎসাহ ও অনুপ্রেরণা যোগিয়েছেন।
উল্লেখ্য, সতর্কতা সত্ত্বেও মুদ্রণ প্রমাদ ঘটা অস্বাভাবিক কিছু নয়। ভুল ত্রুটি উল্লেখ পূর্বক যে কোন পরামর্শ দিলে তা সাদরে গৃহীত হবে। আমরা ভুল সংশোধনে আগ্রহী।
পরিশেষে দু‘আ করি আল্লাহ তা‘আলা সংকলক ও এর সাথে সংশিস্নষ্ট সকলকে দুনিয়া ও আখিরাতে সর্বাঙ্গীন কল্যাণ ও শামিত্ম দান করুন। আমীন।
বিনীত
আব্দুল ওয়াহীদ বিন ইউনুস
হাদীস বর্ণনাকারী কতিপয় সাহাবীদের সংক্ষিপ্ত পরিচিতি
১. আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু
নাম: আব্দুর রহমান ইবনে সাখার আদ্-দাউসী। আবু হুরাইরা উপ নামে পরিচিতি লাভ করেন। ইসলাম পূর্ব জাহেলী যুগে নাম ছিল আবদে শামস। তিনি সপ্তম হিজরীতে খাইবার যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করেন। তিনি আহলে সুফ্ফার অন্তর্ভূক্ত ছিলেন। হিজরতের ২১ বছর আগে তিনি ইয়ামানের দাউস গোত্রে জন্ম গ্রহণ করেন। হাদীস বর্ণনা: সর্বমোট ৫৩৭৪টি হাদীস বর্ণনা করেছেন। মৃত্যু: ৫৭ বা ৫৮ হিজরীতে ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
২. আয়িশা রাযিয়াল্লাহু আনহা
নাম: আয়িশা বিনতে আবু বকর। তিনি উম্মু আব্দুল্লাহ নামে পরিচিত ছিলেন। তিনি উম্মাহাতুল মু‘মিনীনদের একজন। তিনি নবূয়াতের পঞ্চম বা ষষ্ঠ বর্ষে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ষষ্ঠ হিজরীতে সংঘটিত বনু মুস্তালিক যুদ্ধে তার প্রতি মুনাফিকরা অপবাদ দিলে আল্লাহ তা‘আলা পবিত্র কুরআনের সূরা নূরের ১১, ২৪ ও ২৬ নং আয়াত দ্বারা অপবাদ খন্ডন করে তার পবিত্রতা ঘোষণা করেন।
হাদীস বর্ণনা: সর্বমোট ২২১০টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: ৬৬ বছর বয়সে ৫৭ হিজরীতে ১৭ রমাদান মদীনাতে মৃত্যুবরণ করেন।
৩. জাবের রাযিয়াল্লাহু আনহু
নাম: জাবের ইবন আব্দুল্লাহ ইবন আমর। তিনি একজন প্রখ্যাত আনসারী সাহাবী ছিলেন। প্রথম আকাবায় ইসলাম গ্রহণ করেন। উহুদসহ পরবর্তী প্রায় ১৮টি যুদ্ধে অংশগ্রহণ করেন।
হাদীস বর্ণনা: সর্বমোট ১৫৪০টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: তিনি শেষ বয়সে দৃষ্টি শক্তি হারিয়ে ৯৪ বছর বয়সে ৭৪ হিজরীতে মদীনায় মৃত্যুবরণ করেন।
৪. আবু সাঈদ আল খুদরী রাযিয়াল্লাহু আনহু
নাম: আবু সাঈদ খুদরী সা‘দ ইবন মালেক, মাতার নাম আনিসা। তার পিতামতা হিজরতে পূর্বে ইসলাম গ্রহণ করেন। তিনি বাল্যকাল থেকেই ইসলামী পরিবেশে গড়ে উঠেন। হাদীস বর্ণনা: সর্বমোট ১১৭০টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: তিনি ৭৪ হিজরী সনে মদীনায় মৃত্যুবরণ করেন।
৫. উমার রাযিয়াল্লাহু আনহু
নাম: উমার ইবনুল খাত্তাব। কুনিয়াত আবু হাফ্স। কুরাইশ বংশের আদি গোত্রের লোক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের ১৩ বছর পর মক্কায় জন্ম গ্রহণ করেন। আবু বকর সিদ্দীক রাযিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর তিনি হিজরী ১৩ সালের ২৩ জমাদিউস্ সানী খিলাফতের দায়িত্বগ্রহণ করেন। হাদীস বর্ণনা: সর্বমোট ৫৩৯টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: হিজরী ২৩ সালের ২৭ জিলহজ্জ বুধবার মসজিদ নববীতে ফজরের সময় প্রখ্যাত সাহাবী মুগীরা ইবন শু‘বা রাযিয়াল্লাহু আনহু এর অগ্নি উপাসক দাস আবু লূ‘লূ ফিরোজ বিষাক্ত তরাবারী দ্বারা তার মাথা ও নাভীতে আঘাত করলে তিনি শাহাদত বরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর।
৬. আলী ইবন আবি তালিব রাযিয়াল্লাহু আনহু
নাম: আল ইবন আবি তালিব, কুনিয়াত আবুল হাসান ও আবু তুরাব। মাতার নামা ফাতিমা বিনতে আসাদ। হাশেমী বংশের অন্তর্ভূক্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত লাভের দশ বছর পূর্বে মক্কার কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেন। আট বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী। হাদীস বর্ণনা: তিনি সর্বমোট ৫৮৬টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: তিনি ৪০ হিজরীর ১৮ রামাযান শোকরবার ফজরের সালাতের জামাআতে যাওয়ার পথে খারেজী ঘাতক আব্দুর রহমান ইবন মুলযিমের তরবারীর আঘাতে আহত হয়ে তিন দিন পর মৃত্যুবরণ করেন। তখন তার বয়স ছিল ৬৩ বছর।
৭. মুয়াবিয়া ইবন আবু সুফইয়ান রাযিয়াল্লাহু আনহু
নাম: মুয়াবিয়া ইবন আবু সুফিয়ান সখর ইবন হারব, মাতার নাম হিনদ্ বিনতে উতবাহ। কুরাইশ গোত্রের উমাইয়া শাখায় নবুয়াতের ৪ বছর পূর্বে জন্মগ্রহণ করেন। অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের সময় তার পিতা আবু সুফিয়ানের সাথে ইসলাম গ্রহণ করেন। তিনি কাতেবে ওহী ছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ১৬৩টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: তিনি ৬০ হিজরীতে ৭৮ বছর বয়সে দামেশকে মৃত্যুবরণ করেন।
৮. আনাস ইবন মালেক রাযিয়াল্লাহু আনহু
নাম: আনাস বিন মালিক বিন নযর, মাতার নাম উম্মে সুলাইমা বিনতে মিলহান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত খাদিম ছিলেন এবং প্রায় দশ বছর তার খিদমাত করেন। হাদীস বর্ণনা: সর্বমোট ২২৮৬টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: তিনি ৯১ মতান্তরে ৯৩ হিজরীতে ১০৩ বছর বয়সে বসরা নগরীতে মৃত্যুবরণ করেন।
৯. আব্দুল্লাহ ইবন আব্বাস রাযিয়াল্লাহু আনহু
নাম: আব্দুল্লাহ ইবনু আব্বাস, কুনিয়াত আবুল আব্বাস, মাতার নাম উম্মে ফাযল লুবাবা বিনতে হারেস। হিজরতের তিন বছর পূর্বে মক্কার শিয়াবে আবু তালেবে জন্মগ্রহণ করেন। হিজরী অষ্টম বছরে মক্কা বিজয়ের কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই বলে দোয়া করেন, ‘‘হে আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান দান কর এবং তাফসীর শিক্ষা দান কর’’। তিনি হাবরুল উম্মাহ (উম্মাহ‘র মহৎ জ্ঞানী) এই লকবে ভূষিত ছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ১৬৬০টি হাদীস বর্ণনা করেছেন। মৃত্যু: ৬৮ হিজরীতে ৭১ বছর বয়সে তায়েফ নগরীতে মৃত্যুবরণ করেন। মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যাহ তার জানাযার সালাতের ইমামতি করেন।
১০. আব্দুল্লাহ ইবন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু
নাম: আব্দুল্লাহ ইবনু মাসঊদ, কুনিয়াত আবু আব্দুল রহমান, মাতার নাম উম্মে আবদ। তিনি ইবন উম্মে আবদ নামে পরিচিত ছিলেন। হিজরী বিশ সনে খলিফা উমার রাযিয়াল্লাহু আনহু তাকে কুফার কাজী নিয়োগ করেন। তিনি ইসলাম গ্রহণের দিক থেকে ৬ষ্ঠ ব্যক্তি ছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ৮৪০টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: ৩২ হিজরীতে মদীনায় মৃত্যুবরণ করেন। খলীফা উসমান রাযিয়াল্লাহু আনহু তার জানাযার সালাত পড়ান।
১১. আব্দুল্লাহ ইবন আমর ইবন আল আস রাযিয়াল্লাহু আনহু
নাম: আব্দুল্লাহ ইবন আমর ইবন আল আস, কুনিয়াত আবু মুহাম্মাদ ও আবু আব্দুর রহমান। তিনি মক্কা বিজয়ের পূর্বে সপ্তম হিজরীতে মদীনায় ইসলাম গ্রহণ করেন। তিনি বহু ভাষাবিদ ও তাওরাত এবং ইনিঞ্জলের উপর পারদর্শী ছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ৭০০টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: ৬৫ হিজরীতে ৭২ বছর বয়সে মিশরের ফুসতাত নগরীতে মৃত্যুবরণ করেন।
১২. উবাদাহ ইবন সামেত রাযিয়াল্লাহু আনহু
নাম: উবাদাহ ইবন সামেত ইবন কায়েস, কুনিয়াত আবুল ওয়ালিদ। তিনি বনু খাযরাজ গোত্রের এবং আনসারী ছিলেন। তিনি নক্বীবদের একজন ছিলেন ও বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হাদীস বর্ণনা: সর্বমোন ১৮১টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: তিনি ৩৪ হিজরী সনে ৭২ বছর বয়সে রামলা নামক স্থানে মৃত্যু বরণ করেন।
১৩. আবু মাসঊদ আল আনসারী রাযিয়াল্লাহু আনহু
নাম: উকবা ইবন আমর ইবন সালাবা আল আনসারী আল বদরী। তিনি আকাবার শপথে অংশগ্রহণ করেছেন। হাদীস বর্ণনা: সর্বমোট ১০২টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: ৪১ মতান্তরে ৪২ হিজরী সনে তিনি মৃত্যুবরণ করেন।
১৪. সাহল ইবন সা‘দ রাযিয়াল্লাহু আনহু
নাম: সাহল ইবন সা‘দ আল খাযরাজী আল আনসারী। বনু সা‘য়েদা গোত্রের অন্তর্ভূক্ত ছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ১৮৮টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: ৯১ হিজরী সনে ১০০ বছর বয়সে মদীনাতে মৃত্যুবরণ করেন। তিনি মদীনাতে সর্বশেষ মৃত্যুবরণকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী।
১৫. আবু মুসা আল আশআরী রাযিয়াল্লাহু আনহু
নাম: আব্দুল্লাহ ইবন কায়েস ইবন সুলায়মান। কুনিয়াত আবু মুসা আল আশআরী। মক্কা বিজয় ও হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন। সাহাবীদের মধ্যে তিনি একজন বিজ্ঞ আলেম ও মুফতি ছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ৩৬০টি হাদীস বর্ণনা করেছেন। মৃত্যু: হিজরী ৫২ সনে মক্কা অথবা কুফা নগরীতে মৃত্যুবরণ করেন
১৬. উসমান ইবন আফ্ফান রাযিয়াল্লাহু আনহু
নাম: উসমান ইবন আফফান ইবন আবিল আস। কুনিয়াত আবু আব্দুল্লাহ, লক্বব যুন নূরাইন। তিনি কুরাইশ বংশের উমাইয়া শাখার অন্তর্ভূক্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই কন্যা উম্মে কুলসুম ও রুকাইয়াকে তিনি বিবাহ করেছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ১৪৬টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: ৩৫ হিজরীর ১৮ যিলহজ্জ শোকরবার আসর নামাযের পর তার বাসভবনে আল আসওয়াদ আত্ তুজিবী তাকে হত্যা করে। তখন তার বয়স কত হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে। তবে নির্ভরযোগ্য বর্ণনা মতে তার বয়স ৮২ হতে ৯০ এর মধ্যে ছিল।
১৭. উম্মে কায়েস বিনতে মিহসান
নাম: উম্মে কায়েস বিনতে মিহসান ইবন হারসান। উকাশা রাযিয়াল্লাহু আনহু এর বোন ছিলেন। মক্কায় ইসলাম গ্রহণ করেন। বনী আসাদ গোত্রের অন্তর্ভূক্ত ছিলেন। প্রথম পর্যায় যে সকল মহিলা সাহাবী হিজরত করেছেন তাদের অন্যতম। হাদীস বর্ণনা: সর্বমোট ২৪টি হাদীস বর্ণনা করেছেন।
১৮.নু‘মান ইবন বাশীর রাযিয়াল্লাহু আনহু
নাম: নু‘মান ইবন বশীর ইবন সা‘দ। তিনি খাযরাজ গোত্রের লোক ছিলেন। তার কুনিয়াত আবু আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহ আনহু এর ভাগিনা ছিলেন। তিনি দ্বিতীয় হিজরী সনে জন্ম গ্রহণ করেন। সর্ব সম্মনিতক্রমে তিনি শিশু সাহাবীদের অন্তর্ভূক্ত ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু তাকে গভর্ণর নিয়োগ করেছিলেন এবং তিনি একজন উল্লেখযোগ্য বক্তা ছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ১১৪টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: ৬৪ হিজরী সনে বিরীন জনপদে দুস্কুতিকারীরা তাকে হত্যা করে।
১৯. মুয়ায ইবন জাবাল রাযিয়াল্লাহু আনহু
নাম: মুয়ায ইবন জাবাল ইবন আমের ইবন আউস আল খাযরাজী। তিনি আনসারী ছিলেন। যুবক অবস্থায় তিনি দ্বিতীয় আকাবায় অংশগ্রহণ করেন এবং ১৮ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যে চারজন হাফিজে কুরআন ছিলেন এবং যাদের নিকট থেকে কুরআন শিক্ষা করতে বলেছিলেন তাদের অন্যতম তিনি। হাদীস বর্ণনা: সর্বমোট ১৭৫টি হাদীস বর্ণনা করেন। এর মধ্যে ২টি হাদীস সহীহ বুখারী ও মুসলিমে এসেছে। মৃত্যু: তিনি ১৮ হিজরীতে বাইতুল মুকাদ্দাস ও দামেশকের মধ্যবর্তী গোর প্রদেশের বাইসান শহরে ৩৬ মতান্তরে ৩৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
২০. উম্মু সালামাহ রাযিয়াল্লাহু আনহু
নাম: হিন্দ বিনতে সাহল। উম্মু সালামাহ হিসেবে পরিচিত। কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের অন্তর্ভূক্ত ছিলেন। উম্মুহাতুল মু‘মিনীনদের একজন। চতুর্থ হিজরী সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হিজরতের ২৮ বছর পূর্বে তিনি জন্ম গ্রহণ করেন। হাদীস বর্ণনা: সর্বমোট ৩৭৮টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: ৬২ হিজরী সনে তিনি মৃত্যুবরণ করেন।
২১. আবু আইয়ূব আল আনসারী রাযিয়াল্লাহু আনহু
নাম: খালেদ ইবন যায়েদ ইবন কুলাইব আল খাযরাজী। আবু আইয়ূব আনসারী হিসেবে পরিচিতি লাভ করেছেন। হিজরতের ৩১ বছর পূর্বে তিনি মদীনার খাযরাজ গোত্রের নাজ্জার বংশে জন্ম গ্রহণ করেন। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে অবস্থান করেন। তিনি কুরআনের হাফিজ ছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ২১০টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: কনস্টান্টিন্যপল অভিযানের সময় অসুস্থ হয়ে ৫২ হিজরীতে মৃত্যুবরণ করেন।
২২. জুবাইর ইবন মুতয়িম রাযিয়াল্লাহু আনহু
নাম: জুবাইর ইবনু মুত‘য়িম ইবন আদি। কুনিয়াত আবু মুহাম্মাদ। কুরাইশ বংশের লোক ছিলেন। মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেন। হাদীস বর্ণনা: সর্বমোট ৬০টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: ৫৭ হিজরী সনে মৃত্যুবরণ করেন।
২৩. সাওয়ান রাযিয়াল্লাহু আনহু
নাম: সাওবান ইবন জাহদার, কুনিয়াত আবু আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আযাদকৃত দাস ছিলেন। তিনি ইয়ামানের অধিবাসী ছিলেন। মিশর বিজয়ের সময় জিহাদে অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়েছেন। হাদীস বর্ণনা: সর্বমোট ১২৭টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: ৫৪ হিজরী সনে তিনি সিরিয়ার হিমস্ নগরীতে মৃত্যুবরণ করেন।
২৪. আবু মালিক আশআরী রাযিয়াল্লাহু আনহু
নাম: কা‘ব ইবন আসেম অথবা আমর ইবন আসেম আবু মালিক আশআরী নামে পরিচিত। হাদীস বর্ণনা: সর্বমোট ২৭টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: উমার ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু‘র খেলাফতকালে তিনি মৃত্যুবরণ করেন। কেউ কেউ বলেন ১৮ হিজরী সনে তার মৃত্যু হয়।
২৫. ইবন উমার রাযিয়াল্লাহু আনহু
নাম: আব্দুল্লাহ ইবন উমার উবনুল খাত্তাব। মাতার নাম জয়নব বিনতে মাজউন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত প্রাপ্তির এক বছর পূর্বে মক্কায় জন্ম গ্রহণ করেন। তিনি পিতামাতার সাথে ৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং ১১ বছর বয়সে মদীনায় হিজরত করেন। হাদীস বর্ণনা: সর্বমোট ১৬৩০টি হাদীস বর্ণনা করেন। মৃত্যু: তিনি ৭৩ বা ৭৪ হিজরীতে ৮৩ বা ৮৪ বছর বয়সে মক্কায় মৃত্যুবরণ করেন। জি তওয়া নামক স্থানে তাকে দাফন করা হয়।
২৬. হুযায়ফা ইবন ইয়ামান রাযিয়াল্লাহু আনহু
নাম: হায়ায়ফা ইবন ইয়ামান হুসাইল আল আবাসী। বনী আব্দুল আশ আল গোত্রের লোক ছিলেন। কুনিয়াত আবু আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ গোপন তথ্যগুলো তাঁর কাছে রাখতেন। হাদীস বর্ণনা: সর্বমোট ১০০টি হাদীস বর্ণনা করেন। মুত্তাফাক আলাইহি ১২টি। বুখারীতে ৮টি ও মুসলিমে ১৭টি। মৃত্যু: ৩৬ হিজরী সনে তিনি মৃত্যুবরণ করেন।
২৭. মুগীরাহ রাযিয়াল্লাহু আনহু
নাম: মুগীরাহ ইব্ন শো‘বা ইব্ন আবি আমের। কুনিয়াত আবু আব্দুল্লাহ। খন্দকের যুদ্ধের বছর ইসলাম গ্রহণ করেছিলেন। আরবের সাহসী বীরদের মধ্যে পরিচিত একজন। হাদীস বর্ণনা: তাঁর বর্ণিত হাদীস সংখ্যা ১৩৬টি। মুত্তাফাকুন আলাইহি ৯টি। বুখারীতে ১টি, মুসলিমে ২টি। মৃত্যু: তিনি ৫০ হিজরীতে মৃত্যুবরণ করেন।
২৮. ‘আমর ইব্ন ‘আস রাযিয়াল্লাহু আনহু
নাম: আমর ইবনুল আস ইবনুল ওয়ায়িল ইবনে হাশেম আসসাহমী। কুনিয়াত আবু মুহাম্মাদ। যারা হাবশায় হিজরত করেছেন তাদের একজন। মক্কা বিজয়ের পূর্বে অষ্টম হিজরী সনে ইসলাম গ্রহণ করেছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ৯৩৬টি হাদীস বর্ণনা করেন। মুত্তাফাকুন আলাইহি ৩টি, বুখারীতে ১টি, মুসলিমে ২টি। মৃত্যু: তিনি ৪৩ হিজরীতে মৃত্যুবরণ করেন।
২৯. আবু যার রাযিয়াল্লাহু আনহু
নাম: জুনদুব ইবন জুনাদা। কুনিয়াত আবু যর। বনী গিফার গোত্রের লোক ছিলেন। ইমাম আবু দাউদ বলেন, তিনি ইলমের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবন মাস‘ঊদের সমপর্যায়ের লোক ছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ২৮১টি হাদীস বর্ণনা করেন। মুত্তাফাকুন আলাইহি ১২টি, সহীহ বুখারী ২টি, সহীহ মুসলিমে ১৯টি। মৃত্যু: তিনি রাবযাহ নাম স্থানে ৩২ হিজরী সনে মৃত্যুবরণ করেন।
৩০. যায়দ ইবন খালিদ রাযিয়াল্লাহু আনহু
নাম: যাইদ ইবন খালিদ আল জুহানী। কুনিয়াত আবু তালহা অথবা আবু আব্দুর রহমান। মক্কা বিজয়ের দিন যুহাইনা গোত্রের ঝা-া বহন করেন। হাদীস বর্ণনা: সর্বমোট ৮১টি হাদীস বর্ণনা করেন। মুত্তাফাকুন আলাইহি ৫টি, সহীহ মুসলিমে ৩টি। মৃত্যু: তিনি ৭৮ হিজরী সনে ৮৫ বছর বয়সে মদীনায় মৃত্যুবরণ করেন।
৩১. আবু বাকরাহ রাযিয়াল্লাহু আনহু
নাম: নুফাঈ ইবন হারেস ইবন কালদাহ আসসাকাফি। কুনিয়াত আবু বাকরাহ। তায়েফ যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রত্যুসে আগমন করার কারণে তিনি তাকে আবু বাকরাহ বলে সম্বোধন করেন। পরবর্তীতে তিনি Gই নামে পরিচিত লাভ করেন। হাদীস বর্ণনা: সর্বমোট ১৩২টি হাদীস বর্ণনা করেন। মুত্তাফাকুন আলাইহি ৮টি, সহীহ বুখারীতে ৫টি, সহীহ মুসলিমে ১টি। মৃত্যু: তিনি ৫১ হিজরী সনে মৃত্যুবরণ করেন।
৩২. সালামাহ ইবনুল আকওয়া রাযিয়াল্লাহু আনহু
নাম: সালামাহ ইবন আমর ইবন আল আকওয়া আসসুলামী। কুনিয়াত আবু মুসলিম। তিনি মুসলিম বীর তীরন্ধাজ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। যারা বায়াতুস সাজারাতে অংশগ্রহণ করেছিলেন তাদের একজন। হাদীস বর্ণনা: সর্বমোট ৭৭টি হাদীস বর্ণনা করেন। মুত্তাফাকুন আলাইহি ১৬টি, বুখারীতে ৫টি ও মুসলিমে ৯টি। মৃত্যু: তিনি ৭৪ হিজরী সনে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
৩৩. শাদ্দাদ ইবন আউস রাযিয়াল্লাহু আনহু
নাম: শাদ্দাদ ইবন আউস ইবন সাবেত আল আনসারী। কুনিয়াত আবু ইয়ালা। বনী নাজ্জার গোত্রের লোক ছিলেন। হাসান ইবন সাবিতের ভাতিজা। উবাদাহ ইবন সামিত রাযিয়াল্লাহু আনহু বলেন, যাদেরকে জ্ঞান ও ধৈর্য দিয়ে সমৃদ্ধ করা হয়েছে তাদের একজন ছিলেন। হাদীস বর্ণনা: সর্বমোট ৫০টি হাদীস বর্ণনা করেন। সহীহ বুখারীতে ১টি ও সহীহ মুসলিমে ১টি। মৃত্যু: তিনি ৫৮ হিজরী সনে বায়তুল মুকাদ্দাসে মৃত্যুবরণ করেন।
৩৪. বারাআ ইবন ‘আযিব রাযিয়াল্লাহু আনহু
নাম: বারাআ ইবন’ আযিব আল হারেস আল আনসারী আল আউসী। কুনিয়াত আবু আমর। সর্বপ্রথম উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ১৪টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হাদীস বর্ণনা: সর্বমোট ৩০৫টি হাদীস বর্ণনা করেন। মুত্তাফাকন আলাইহি ২২টি। বুখারীতে ১৫টি ও মুসলিমে ৬টি। মৃত্যু: ৭১ অথবা ৭২ হিজরী সনে তিনি মৃত্যুবরণ
৩৫. সুফিয়ান ইবন আব্দুল্লাহ আস সাকাফী রাযিয়াল্লাহু আনহু
নাম: সুফিয়ান ইবন আব্দুল্লাহ ইবন রাবিয়া। তায়েফের বনী সাকীফ গোত্রের লোক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সোহবত লাভ করেছিলেন। উমার রাযিয়াল্লাহু আনহু তাকে তায়েফের গভর্ণর নিয়োগ করেছিলেন।
হাদীস বর্ণনা: তিনি সর্বমোট ৫টি হাদীস বর্ণনা করেন।
অত্র গ্রন্থে ব্যবহৃত হাদীস, লেখক ও প্রকাশনীর পরিচয়
১. সহীহুল বুখারী, আবু আব্দিল্লাহ মুহাম্মাদ বিন ইসমাঈল বিন ইবরাহীম বিন আল-মুগীরাহ আল-বুখারী (জন্ম ১৯৪ হি. মৃত্যু ১৫৬ হি.) হাদীস নম্বরের ক্ষেত্রে ফুওয়াদ আব্দুল বাকী এর ক্রমধারা অনুসারে, মুহাক্কিক: মুহাম্মাদ যুহাইর বিন নাসির আন-নাসির প্রকাশনায়: দারু তাওক আন-নাজাহ এর ১ম প্রকাশ ১৪২২ হি.।
২. সহীহ মুসলিম, আবুল হাসান মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশাইরী (জন্ম ২০৪ হি. মৃত্যু ২৬১ হি.) প্রকাশনায়: দারুল জায়েল, বৈরত।
৩. সুনানে আবূ দাঊদ, আবূ দাঊদ সুলায়মান ইবনুল আশ্আস আস্ সিজিস্থানী (জন্ম ২০২ হি. মৃত্যু ২৭৫ হি.) মুহাক্কিক: মুহাম্মাদ মহীউদ্দীন আব্দুল হামীদ, প্রকাশনায়: দারুল ফিকর; বৈরত।
৪. সুনান নাসাঈ, আবূ আব্দুর রহমান আহমাদ ইবনু শু‘আয়ব আন-নাসায়ী (জন্ম ২১৫ হি. মৃত্যু ৩০৩ হি.) মুহাক্কিক: আব্দুল ফাত্তাহ আবূ গুদ্দাহ, প্রকাশনায়: মাকতাবুল মাতবুআ‘ত আল-ইসলামিয়্যাহ; হালব।
৫. জামে আত-তিরমিযী, আবূ ঈসা মুহাম্মাদ বিন ঈসা আত-তিরমিযী (জন্ম ২০০ হি. মৃত্যু ২৭৯ হি.) মুহাক্কিক: আহমাদ মুহাম্মাদ শাকির, প্রকাশনায়: দারু ইহইয়াউত-তুরাস; বৈরত।
৬. সুনান ইবনু মাজাহ, আবূ আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনু ইয়াযীদ ইবনু মাজাহ আল কাযভিনী (জন্ম ২০৯ হি. মৃত্যু ২৮৩ হি.) মুহাক্কিক: মুহাম্মাদ ফুওয়াদ আব্দুল বাকী, প্রকাশনায়: দারুল ফিকর; বৈরত।
৭. মুসনাদ আহমাদ বিন হাম্বাল, আবূ আব্দুল্লাহ আহমাদ ইবনু মুহাম্মাদ ইবনু হাম্বাল আশ্ শায়বানী (জন্ম ১৬৪ হি. ২৪১ হি.) প্রকাশনায়: মুয়াস্সাসাহ্ কুরতুবাহ্; আল-কাহেরাহ্।
৮. মুয়াত্তা ইমাম মালিক, আবূ আব্দুল্লাহ মালিক ইবনু আনাস আল-আসবাহী (জন্ম ৯৩ হি. মৃত্যু ১৭৯ হি.) তাহক্বীক্ব: মুহাম্মাদ ফুওয়াদ আব্দুল বাকী, প্রকাশনায়: দারু ইহইয়াউত তুরাস আল-আরাবী।
৯. সুনান আন-নাসাঈ আল-কুবরা, আহমাদ বিন শুআ‘ইব আবূ আব্দুর রহমান আন-নাসাঈ, তাহক্বীক্ব: ড. আব্দুল গাফ্ফার সুলাইমান আল-বানদারী, প্রকাশনায়: দারুল কুতুব আল-আলামিয়্যাহ; বৈরত, প্রকাশকাল: ১৪১১ হি. ১৯৯১ খৃ.।
১০. সুনান আদ-দারিমী, আবূ মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান আদ-দারিমী (জন্ম ১৮১ হি. মৃত্যু ২৫৫ হি.) তাহক্বীক্ব: ফুয়ায আহমাদ যামরালী, প্রকাশনায়: দারুল কিতাব আল-আরাবী; বৈরত, প্রকাশকাল: ১৪০৭ হি.
১১. সহীহ ইবনে হিববান, মুহাম্মাদ বিন হিববান বিন আহমাদ আবূ হাতিম আত্-তামিমী আল-বুস্তী ৩৫৪ হি. তাহক্বীক্ব: শুআ‘ইব আরনাঊত, প্রকাশনায়: মুআস্সাসাতুর রিসালাহ; বৈরুত, ২য় প্রকাশকাল: ১৪১৪ হি. ১৯৯৩ খৃ. (১৮ খন্ড)
১২. সুনান আল-বাইহাক্বী, আবূ বকর আহমাদ ইবনুল হুসায়ন আল-বাইহাক্বী (জন্ম ৩৮৪ হি. মৃত্যু ৪৫৮ হি.)
১৩. সুনানুল বাইহাক্বী আল-কুবরা, আহমাদ বিন হুসাইন বিন আলী বিন মুসা আবূ বকর আল-বাইহাক্বী, ৪৫৮হি. তাহক্বীক্ব: মুহাম্মাদ আব্দুল ক্বদের আত্বা, প্রকাশনায়: মাকতাবাতু দারুল বায, মক্কা মুকার্রামা, ১৪১৪ হি. ১৯৯৪ খৃ. (১০ খন্ড)।
১৪. শু‘আবুল ঈমান, আবূ বকর আহমাদ ইবনুল হুসাইন আল বাইহাক্বী, তাহক্বীক্ব: মুহাম্মাদ আস-সাঈদ বসু্ইনী যাগলূল, প্রকাশনা: দারুল কুতুবুল আলামিয়্যাহ; বৈরত, প্রকাশকাল: ১ম ১৪১০ হি. (৭ খন্ড)।
১৫. আদ্ দারাকুত্বনী, আবুল হাসান আলী ইবনু উমার আদ্ দারাকুত্বনী (জন্ম ৩০৬ হি. মৃত্যু ৩৮৫ হি.)
১৬. সহীহ ইবনে খুযাইমাহ্, আবূ বকর মুহাম্মাদ বিন ইসাহাক বিন খুযাইমাহ্ ইবনুল মুগীরাহ বিন সলিহ বিন বকর আস-সুলামী আন-নিসাপুরী (মৃত্যু ৩১১ হি.) তাহক্বীক্ব: মুহাম্মাদ মুস্তফা আল-আ‘যমী, প্রকাশনায়: আল-মাকতাবাতুল ইসলামী; বৈরত, (৪ খন্ড)।
১৭. মুসতাদরাকুল হাকেম, মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ (মৃত্যু ৪০৫ হি.) প্রকাশনায়: দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরত; লেবানন, ১ম প্রকাশ ১৯৯০।
১৮. আল মু‘জামুল আওসাত্ব আত-ত্ববারানী, আবূল কাসেম সুলায়মান বিন আহমাদ আত-ত্ববারানী (মৃত্যু ৩৬০ হি.) তাহক্বীক্ব: ত্বরিক বিন ইওয়াযুল্লাহ্ বিন মুহাম্মাদ ও আব্দুল মুহসিন বিন ইবরাহীম আল-হুসাইনী, প্রকাশনায়: দারুল হারামাঈন, আল কাহেরা প্রকাশকাল: ১৪১৫, (১০ খন্ড)।
১৯. মু‘জামুত ত্ববারানী আল-কাবীর, সুলাইমান ইবনু আহমাদ (মৃত্যু ৩৬০ হি.) প্রকাশনায়: মাওসিল, ইরাকী ওয়াকফ মন্ত্রণালয়, ১৯৮৫ খৃ.।
২০. মুসনাদ আল-বায্যার, আবূ বকর আহমাদ বিন আমর্ বিন আব্দুল খালেক বিন খাল্লাদ বিন ওবাইদুল্লাহ আল-আতাকী তিনি আল-বায্যার নামে পরিচিত (মৃত্যু ২৯২ হি.), তাহক্বীক্ব: মাহফূযুর রহমান যায়নুল্লাহ, আদিল বিন সা‘আদ ও সাবুরী আব্দুল খালেক আশ-শাফেয়ী, প্রকাশনায়: মাকতাবাতু উলূম ওয়াল হিকাম, শেষ প্রকাশ: ২০০৯, (১৮ খন্ড)।
২১. আস-সুন্নাহ লি আবী আসেম, আবূ বকর বিন আবী আসেম আর তিনি আহমাদ বিন আমর্ বিন আয-যহ্হাক বিন মুখাল্লাদ আশ-শায়বানী (মৃত্যু ২৮৭ হি.), তাহক্বীক্ব: মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ.), প্রকাশনায়: মাকতাবাতুল ইসলামী; বৈরত, রিয়াদ, প্রকাশকাল: ১ম ১৪০০ হি. (২ খন্ড)।
২২. আস-সিলসিলাতুস সহীহা, মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ.) (জন্ম: ১৩৩৩ হি. ১৯১৪ খৃ. মৃত্যু ১৪২০ হি. ২ অক্টোবর, ১৯৯৯ খৃ.), প্রকাশনায়: মাকতাবাতুল মা‘আরেফ, রিয়াদ, (৭ খন্ড)।
২৩. সিলসিলাতুল আহাদীসুয যঈফাহ ওয়াল মাওযূআহ্, মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ.), প্রকাশনায়: মাকতাবাতুল মা‘আরেফ, রিয়াদ, প্রকাশ: ১ম ১৪১২ হি. ১৯৯২ খৃ. (১৪ খন্ড)।
২৪. সহীহ আত-তারগীব ওয়াত তারহীব, মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ.), প্রকাশনায়: মাকতাবাতুল মা‘আরেফ, রিয়াদ, ৫ম প্রকাশ (৩ খন্ড)।
২৫. সহীহ ওয়া যঈফুল জামে লিশ-শায়েখ আল-আলবানী, মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ.)
২৬. সহীহুল জামে লিল আলবানী, মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ.) (জন্ম: ১৩৩৩ হি. ১৯১৪ খৃ. মৃত্যু ১৪২০ হি. ২ অক্টোবর, ১৯৯৯ খৃ.)
২৭. মাজমাউয যাওয়ায়িদ, হাফিয নুরুদ্দীন আলী বিন আবী বক্র আল-হায়সামী (মৃত ৮০৭ হি.) প্রকাশনায়: দারুল কুতুব আল-আলামিয়্যাহ, বৈরত; লেবানন, প্রকাশকাল: ১৪০৮ হি. ১৯৮৮ খৃ.।
২৮. মুসনাদ আবূ য়্যা’লা, আহমাদ বিন আলী বিন আল-মুসান্না আবূ য়্যা’লা আল-মাওসিলী আত-তামিমী, তাহক্বীক্ব: হুসাইন সালিম আসাদ, প্রকাশনায়: দারুল মা’মূন লিত-তুরাস, দামেশ্ক, প্রকাশকাল: ১ম ১৪০৪ হি. ১৯৮৪ খৃ. (১৩ খন্ড)
২৯. উমতাদুল ক্বারী শারহু সহীহুল বুখারী, বদরুদ্দীন আইনী আল-হানাফী।
৩০. যিলালুল জান্নাহ্ ফি তাখরীজিস সুন্নাহ লি আবী আসিম, মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ.) (জন্ম ১৩৩৩ হি. ১৯১৪ খৃ. মৃত্যু ১৪২০ হি. ২ অক্টোবর, ১৯৯৯ খৃ.) প্রকাশনায়: আল-মাকতাবুল ইসলামী; বৈরত, ৩য় প্রকাশ ১৪১৩ হি. ১৯৯৩ খৃ. (২ খন্ড)।
৩১. ইবনু আবীদ দুনিয়া, আব্দুল্লাহ ইবনু মুহাম্মাদ (মৃত্যু ২৮১ হি.)