ইয়াহইয়া ইবনে আবু যায়েদা (রহঃ) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে টি

পরিচ্ছেদঃ ১. পানিতে নাপাক মিশ্রিত হলে তার হুকুম

৩৩. আহমাদ (রহঃ) ... ইয়াহইয়া ইবনে আবু যায়েদা (রহঃ) বলেন, সহীহ-শুদ্ধ হাদীস লিপিবদ্ধ করা উত্তম মনগড়া বা জাল হাদীস থেকে।

بَابُ حُكْمِ الْمَاءِ إِذَا لَاقَتْهُ النَّجَاسَةُ

حَدَّثَنَا أَحْمَدُ ، نَا إِبْرَاهِيمُ ، نَا أَبِي ، قَالَ : سَمِعْتُ يَحْيَى بْنَ أَبِي زَائِدَةَ يَقُولُ : كِتَابَةُ الْحَدِيثِ خَيْرٌ مِنْ مَوْضِعِهِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ ইয়াহইয়া ইবনে আবু যায়েদা (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে