মাতর (রহঃ) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে ১ টি
পরিচ্ছেদঃ ৯৭. গর্ভবতী মহিলা যখন রক্ত দেখে
৯৭৮. মাতর হতে বর্ণিত, আতা রাহি. বলেন, তারা (গর্ভবতী ও হায়েযবন্ধ মহিলারা) উভয়ে গোসল করবে এবং সালাত আদায় করবে।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ। আতা হতে মাতর এর বর্ণনা যয়ীফ। আগের (৯৬৭ নং হাদীসের) টীকাটি দেখুন।
তাখরীজ: ((মুহাক্বিক্ব এর কোনো তাখরীজ দেননি।–।অনুবাদক))
তাখরীজ: ((মুহাক্বিক্ব এর কোনো তাখরীজ দেননি।–।অনুবাদক))
بَاب فِي الْحُبْلَى إِذَا رَأَتْ الدَّمَ
أَخْبَرَنَا حَجَّاجٌ عَنْ حَمَّادٍ عَنْ مَطَرٍ عَنْ عَطَاءٍ قَالَ تَغْتَسِلَانِ وَتُصَلِّيَانِ
إسناده ضعيف رواية مطر عن عطاء ضعيفة
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ মাতর (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
দেখানো হচ্ছেঃ ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে