মুসাইয়্যেব ইবনু নুজাবাহ (রহঃ) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে ১ টি
পরিচ্ছেদঃ ১৫. পানি দ্বারা ইসতিনজা করা
৭০০. মুসাইয়্যেব ইবনু নুজাবাহ বলেন, আমার চাচা যিনি হুযায়ফা রাদ্বিয়াল্লাহু আনহু’র অধীনে থাকতেন, তিনি আমার নিকট বর্ণনা করেন যে, হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু পানি দিয়ে ইসতিনজা করতেন।”[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ, এ সনদে অজ্ঞাত পরিচয় রাবী রয়েছে ...।
তাখরীজ: ইবনু আবী শাইবা, ১/১৫২।
তাখরীজ: ইবনু আবী শাইবা, ১/১৫২।
بَابُ الِاسْتِنْجَاءِ بِالْمَاءِ
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ عَنْ عَبَّادِ بْنِ الْعَوَّامِ عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ ذَرٍّ عَنْ الْمُسَيَّبِ بْنِ نَجَبَةَ قَالَ حَدَّثَتْنِي عَمَّتِي وَكَانَتْ تَحْتَ حُذَيْفَةَ أَنَّ حُذَيْفَةَ كَانَ يَسْتَنْجِي بِالْمَاءِ
إسناده ضعيف فيه جهالة
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ মুসাইয়্যেব ইবনু নুজাবাহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
দেখানো হচ্ছেঃ ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে