হারিছা ইবনে মুহাম্মাদ (রহঃ) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে টি

পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া

১১২৩(১৪). মুহাম্মাদ ইবনে আমর ইবনুল বাখতারী (রহঃ) ... হারিছা ইবনে মুহাম্মাদ (রহঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তাতে আরো আছে, তিনি তাঁর দুই হাত তাঁর দুই কাঁধ বরাবর উত্তোলন করতেন। অতঃপর তিনি বলতেনঃ সুবহানাকা আল্লাহুম্মা ...।

بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْبَخْتَرِيِّ ، ثَنَا سَعْدَانُ بْنُ نَصْرٍ ، ثَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنْ حَارِثَةَ بْنِ مُحَمَّدٍ : مِثْلَهُ ، وَزَادَ فِيهِ : وَرَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ ، ثُمَّ يَقُولُ : " سُبْحَانَكَ اللَّهُمَّ ...


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ হারিছা ইবনে মুহাম্মাদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে