আবদুল্লাহ ইবনে আমর ইবনে হিন্দ (রহঃ)  থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে  ১ টি 
          
          পরিচ্ছেদঃ ৩০. ডান হাতের আগে বাম হাত ধৌত করা জায়েয
২৮৮(৪). জা’ফার ইবনে মুহাম্মাদ আল-ওয়াসিতী (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর ইবনে হিন্দ (রহঃ) বলেন, আলী (রাঃ) বলেছেন, আমি যখন পরিপূর্ণরূপে উযু করি তখন আমার যে কোন অঙ্গ থেকে উযু আরম্ভ করতে পরোয়া করি না।
 * আবদুল্লাহ ইবনে আমর ইবনে হিন্দ মাখযুম গোত্রীয়। তিনি কেবল আলী (রাঃ) থেকে হাদীস বর্ণনা করেছেন। ইমাম দারাকুতনীর মতে, তিনি তেমন শক্তিশালী রাবী নন (অনুবাদক)।
                                        
                                           
                                        
                بَابُ مَا رُوِيَ فِي جَوَازِ تَقْدِيمِ غَسْلِ الْيَدِ الْيُسْرَى عَلَى الْيُمْنَى
نَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْوَاسِطِيُّ ، نَا مُوسَى بْنُ إِسْحَاقَ ، نَا أَبُو بَكْرٍ ، نَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ عَوْفٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ هِنْدٍ قَالَ : قَالَ عَلِيٌّ عَلَيْهِ السَّلَامُ : مَا أُبَالِي إِذَا أَتْمَمْتُ وُضُوئِي بِأَيِّ أَعْضَائِي بَدَأْتُ
  হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ  
                           বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনে আমর ইবনে হিন্দ (রহঃ) 
 
                            পুনঃনিরীক্ষণঃ
                              
                                          
            
            
          
  
           
      
    দেখানো হচ্ছেঃ  ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে