ইসমাঈল ইবনে আইয়্যাশ (রহঃ) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে টি

পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে

১৯০(১৪). আবদুল বাকী ইবনে কানে’ (রহঃ) ... ইসমাঈল ইবনে আইয়্যাশ (রহঃ) থেকে এই সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার ধৌত করতে হবে।

এটা কেবল আবদুল ওয়াহহাব (রহঃ) ইসমাঈল থেকে এককভাবে বর্ণনা করেছেন। তিনি মাতরূক রাবী। অন্যরা হাদীসটি ইসমাঈল থেকে এই সূত্রে বর্ণনা করেন। তাতে আছেঃ তোমরা তা সাতবার ধৌত করো। এই শেষোক্ত বর্ণনাই যথার্থ।

بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ

ثَنَا عَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ ، نَا الْحَسَنُ بْنُ إِسْحَاقَ ، نَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، بِهَذَا الْإِسْنَادِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " يُغْسَلُ ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا " . تَفَرَّدَ بِهِ عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ ، عَنْ إِسْمَاعِيلَ ، وَهُوَ مَتْرُوكُ الْحَدِيثِ ، وَغَيْرُهُ يَرْوِيهِ عَنْ إِسْمَاعِيلَ بِهَذَا الْإِسْنَادِ : " فَاغْسِلُوهُ سَبْعًا " . وَهُوَ الصَّوَابُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ ইসমাঈল ইবনে আইয়্যাশ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ

পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে

১৯১(১৫). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... ইসমাঈল ইবনে আইয়াশ (রহঃ) থেকে এই সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তা সাতবার ধৌত করো। এই কথাই সহীহ এবং হাদীসটিও সহীহ।

بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ

نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، نَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ ، نَا أَبِي ، نَا إِسْمَاعِيلُ ، قَالَ : وَثَنَا بِهِ أَبِي ، نَا أَحْمَدُ بْنُ خَالِدِ بْنِ عَمْرٍو الْحِمْصِيُّ ، نَا أَبِي ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ بِهَذَا الْإِسْنَادِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ " . وَهَذَا هُوَ الصَّحِيحُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ ইসমাঈল ইবনে আইয়্যাশ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ

পরিচ্ছেদঃ ৫৬. দেহের অভ্যন্তর ভাগ থেকে, যেমন নাক দিয়ে রক্ত নিঃসরণ, বমন, রক্তমোণ ইত্যাদি ক্ষেত্রে উযু করা সম্পর্কে

৫৪৩(১৩). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... ইসমাঈল ইবনে আইয়াশ (রহঃ) থেকে এই দুই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।

بَابٌ فِي الْوُضُوءِ مِنَ الْخَارِجِ مِنَ الْبَدَنِ كَالرُّعَافِ وَالْقَيْءِ وَالْحِجَامَةِ وَنَحْوِهِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، نَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، بِهَذَيْنِ الْإِسْنَادَيْنِ جَمِيعًا نَحْوَهُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ ইসমাঈল ইবনে আইয়্যাশ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
দেখানো হচ্ছেঃ থেকে ৩ পর্যন্ত, সর্বমোট ৩ টি রেকর্ডের মধ্য থেকে