২৬৯৪

পরিচ্ছেদঃ মানুষ চলাচলের ভালো রাস্তায় রাতে যাত্রা বিরতি দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা

২৬৯৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা উর্বর ভূমিতে সফর করবে, তখন তোমরা উটকে তার হক প্রদান করবে আর যখন তোমরা অনাবৃষ্টির অঞ্চলে সফর করবে, তখন তো বাহনে আরোহন করে দ্রুত চলে যাবে আর যখন তোমরা শেষ রাতে যাত্রা বিরতি করবে, তখন তোমরা রাস্তা থেকে দূরে থাকবে। কেননা রাস্তা ক্ষতিকর প্রাণীদের অবস্থান করার জায়গা।”[1]

ذِكْرُ الزَّجْرِ عَنِ التَّعريس عَلَى جوادِّ الطَّرِيقِ

2694 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا سَافَرْتُمْ فِي الخِصْبِ فَأَعْطُوا الْإِبِلَ حَقَّهَا وَإِذَا سَافَرْتُمْ فِي السَّنَةِ فَأَسْرِعُوا السَّيْرَ وَإِذَا عَرَّسْتُمْ بِاللَّيْلِ فَاجْتَنِبُوا الطريق فإنها مأوى الهوام) الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 2694 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (2315)، ((الصحيحة)) (1359): م.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ