লগইন করুন
পরিচ্ছেদঃ ৬: ইস্তিস্কার সময় ইমামের চাদর উল্টিয়ে দেয়া
১৫১০. কুতায়বাহ্ (রহ.) ..... 'আব্বাদ ইবনু তামীম (রহ.)-এর চাচা হতে বর্ণিত। নবী (সা.) (একবার) বৃষ্টির জন্যে দু'আ করলেন ও দু' রাকআত সালাত আদায় করলেন। আর তার চাদর উল্টিয়ে দিলেন।
باب تَقْلِيبِ الإِمَامِ الرِّدَاءَ عِنْدَ الاِسْتِسْقَاءِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اسْتَسْقَى وَصَلَّى رَكْعَتَيْنِ وَقَلَبَ رِدَاءَهُ . تخریج دارالدعوہ: انظر رقم: ۱۵۰۶ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1511 - صحيح
The imam turning his rida' around when praying for rain
It was narrated from 'Abbad bin Tamim, from his paternal uncle that: The Prophet (ﷺ) prayed for rain, and prayed two rak'ahs, and turned his rida' around.