১৪৬৮

পরিচ্ছেদঃ ৮: গ্রহণকালীন সালাত কিরূপ?

১৪৬৮. মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ.) ..... ইবনু আব্বাস (রাঃ)-এর সূত্রে নবী (সা.) থেকে বর্ণিত। তিনি গ্রহণের সময় সালাত আদায় করছিলেন। তিনি তখন কিরা’আত পড়লেন ও রুকূ করলেন, এরপর আবার কিরা’আত পড়লেন ও রুকূ করলেন। আবার কিরা’আত পড়লেন ও রুকূ করলেন। অতঃপর কিরা’আত পড়লেন ও রুকূ করলেন। অতঃপর সাজদাহ্ করলেন। আবার তার মতো আর এক রাকআত আদায় করলেন।

باب كَيْفَ صَلاَةُ الْكُسُوفِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، ‏‏‏‏‏‏عَنْ يَحْيَى، ‏‏‏‏‏‏عَنْ سُفْيَانَ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، ‏‏‏‏‏‏عَنْ طَاوُسٍ، ‏‏‏‏‏‏عَنِ ابْنِ عَبَّاسٍ، ‏‏‏‏‏‏عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،‏‏‏‏ أَنَّهُ صَلَّى فِي كُسُوفٍ فَقَرَأَ ثُمَّ رَكَعَ، ‏‏‏‏‏‏ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ، ‏‏‏‏‏‏ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ، ‏‏‏‏‏‏ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ، ‏‏‏‏‏‏ثُمَّ سَجَدَ وَالْأُخْرَى مِثْلُهَا . تخریج دارالدعوہ: انظر ما قبلہ (شاذ) (دیکھیں سابقہ روایت) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1469 - شاذ والمحفوظ أربع ركوعات في ركعتين

How to perform the eclipse prayer


It was narrated from Tawus from Ibn Abbas that: The Prophet (ﷺ) prayed when there was an eclipse. He recited then he bowed, then he recited then he bowed, then he recited then he bowed, then he recited then he bowed, then he prostrated, and he did the second rak'ahs in same fashion.