লগইন করুন
পরিচ্ছেদঃ ২: মিনায় সালাত আদায় করা
১৪৪৯. ‘আলী ইবনু খুশরম (রহ.) ..... ‘আবদুর রহমান ইবনু ইয়াযীদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, উসমান (রাঃ) মিনায় চার রাকআত সালাত আদায় করলেন এবং এ সংবাদ ‘আবদুল্লাহ (রাঃ)-এর নিকট পৌছল। তখন তিনি বললেন, আমি রসূলুল্লাহ (সা.) -এর সাথে সালাত দু' রাক'আত আদায় করেছি।
باب الصَّلاَةِ بِمِنًى
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قال: حَدَّثَنَا عِيسَى، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قال: صَلَّى عُثْمَانُ بِمِنًى أَرْبَعًا حَتَّى بَلَغَ ذَلِكَ عَبْدَ اللَّهِ فَقَالَ: لَقَدْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ . تخریج دارالدعوہ: انظر ما قبلہ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1450 - صحيح
Prayer in Mina
It was narrated that 'Abdur-Rahman bin Yazid said: Uthman prayer four (rak'ahs) in Mina until news of that reached 'Abdullah who said: 'I prayed two rak'ahs with the Messenger of Allah (ﷺ).'