১৪০৬

পরিচ্ছেদঃ ২৫: ইমামের খুৎবায় জুমু'আর দিনে গোসল করার প্রতি উৎসাহ দেয়া

১৪০৬. মুহাম্মাদ ইবনু সালামাহ (রহ.).. ইবরাহীম ইবনু নাশিত (রহ.) হতে বর্ণিত। তিনি ইবনু শিহাব (রহ.)-কে জুমু'আর দিনের গোসল করা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, 'তা হলো সুন্নাত'। তিনি আরও বলেন, আমার কাছে এ সম্পর্কে সালিম ইবনু আবদুল্লাহ তাঁর পিতা [আবদুল্লাহ (রাঃ)] হতে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ (সা.) এ সম্পর্কে মিম্বারের উপরে আলোচনা করেছেন।

بَابُ حَضِّ الإِمَامِ فِي خُطْبَتِهِ عَلَى الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، ‏‏‏‏‏‏عَنْ إِبْرَاهِيمَ بْنِ نَشِيطٍ، ‏‏‏‏‏‏أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَنِ الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ،‏‏‏‏ فَقَالَ:‏‏‏‏ سُنَّةٌ،‏‏‏‏ وَقَدْ حَدَّثَنِي بِهِ سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، ‏‏‏‏‏‏عَنْ أَبِيهِ، ‏‏‏‏‏‏ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَكَلَّمَ بِهَا عَلَى الْمِنْبَرِ . تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۶۸۰۵)، مسند احمد ۲/۳۵ (صحیح الإسناد) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1407 - صحيح الإسناد

The Imam Urging Ghusl During His Khutbah On Friday


It was narrated from Ibrahim bin Nashit that: He asked Ibn Shihab about ghusl on Friday. He said: It is a sunnah; Salim bin 'Abdullah told me, narrating from his father, that the Messenger of Allah (ﷺ) spoke about it from the minbar.