লগইন করুন
পরিচ্ছেদঃ ১৫: জুমুআর জন্যে আযান দেয়া
১৩৯৪. মুহাম্মাদ ইবনু 'আবদুল আ'লা (রহ.) ... সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) - জুমু'আর দিনে যখন মিম্বারের উপরে বসতেন, তখন বিলাল (রাঃ) আযান দিতেন। অতঃপর যখন তিনি মিম্বার হতে নামতেন তখন ইকামাত দিতেন। অতঃপর এরূপ আবূ বাকর এবং ‘উমার (রাঃ)-এর যামানায়ও (প্রচলিত) ছিল।
بَابُ الأَذَانِ لِلْجُمُعَةِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ: كَانَ بِلَالٌ يُؤَذِّنُ إِذَا جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ، فَإِذَا نَزَلَ أَقَامَ، ثُمَّ كَانَ كَذَلِكَ فِي زَمَنِ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا . تخریج دارالدعوہ: انظر حدیث رقم:۱۳۹۳ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1395 - صحيح
The Adhan For Jumu'ah
It was narrated that As-Sa'ib bin Yazid said: Bilal used to call the adhan when the Messenger of Allah (ﷺ) sat on the minbar on Friday, and when he came down he would say the Iqamah. It continued like that during the time of Abu Bakr and 'Umar, may Allah (SWT) be pleased with them.