৪৭০

পরিচ্ছেদঃ ইমামের সাথে সাথে মুক্তাদীগণও সালাম ফিরাবে

৪৭০) ইতবান বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে নামায আদায় করলাম। তিনি যখন সালাম ফিরালেন তখন আমরাও সালাম ফিরালাম।

টিকাঃ ইমামের সাথে সাথে সালাম ফিরানোর অর্থ এই যে, মুক্তাদীগণ ইমামের সালামের অনুসরণ করে সালাম ফিরাবে। দেরী করবে না। তাড়াহুড়াও করবেনা। বরং ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবে।

باب يُسَلِّمُ حِينَ يُسَلِّمُ الإِمَامُ

৪৭০ ـ عَنْ عِتْبَانَ قَالَ: صَلَّيْنَا مَعَ النَّبِيِّ فَسَلَّمْنَا حِينَ سَلَّمَ. (بخارى:৮৩৮)

To finish the Salat (prayer) with Taslim along with the Imam


Narrated `Itban bin Malik: We prayed with the Prophet (ﷺ) and used to finish our prayer with the Taslim along with him.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ