৪৪৭

পরিচ্ছেদঃ রুকূতে থাকা অবস্থায় হাঁটুর উপর হাত রাখা

৪৪৭) সা’দ বিন আবু ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিত, একদা তাঁর পাশে দাঁড়িয়ে তাঁর ছেলে মুসআব নামায আদায় করলেন। মুসআব বলেনঃ আমি উভয় হাত একত্রিত করে দু’রানের মাঝখানে রাখলাম। আমার পিতা আমাকে এরূপ করতে নিষেধ করলেন। তিনি আরো বললেনঃ আমরাও প্রথমে এরকম করতাম। কিন্তু পরবর্তীর্তে আমাদেরকে এরূপ করতে নিষেধ করা হয়েছে এবং আমাদেরকে হাঁটুর উপর হাত রাখতে আদেশ করা হয়েছে।

باب وَضْعِ الأَكُفِّ عَلَى الرُّكَبِ فِي الرُّكُوعِ

৪৪৭ـ عَنْ سَعْدٍ بن أبي وقاص أنه صَلَّى إِلى جَنْبِه ابنه مصعب قال فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ، ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ، فَنَهَانِي أَبِي وَقَالَ: كُنَّا نَفْعَلُهُ فَنُهِينَا عَنْهُ، وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ. (بخارى:৭৯০)

To put the hands (palms) on both knees while bowing.


Narrated Mus`ab bin Sa`d: I offered prayer beside my father and approximated both my hands and placed them in between the knees. My father told me not to do so and said, "We used to do the same but we were forbidden (by the Prophet) to do it and were ordered to place the hands on the knees."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ