৪০৫

পরিচ্ছেদঃ ইমাম এজন্য বানানো হয় যাতে তাঁর অনুসরণ করা হয়

৪০৫) আয়েশা (রাঃ) হতে অসুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিজ ঘরে নামায আদায় করার হাদীছ একটু পূর্বে অতিক্রান্ত হয়েছে। এই বর্ণনায় শুধু এতটুকু বাড়িয়ে বলেছেনঃ আর ইমাম বসে নামায পড়লে তোমরা সকলেই বসে নামায আদায় করো।

باب إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ

৪০৫ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا حديث صَلاة النبي فِي بَيْتِهِ وَهُوَ شَاكٍ تقدم، وفي هذه الرواية قال فَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا. (بخارى:৬৮৮)