লগইন করুন
পরিচ্ছেদঃ নামাযের ইকামতের সময় যদি খাবার উপস্থিত হয়
৩৯৮) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যখন রাতের খানা সামনে পেশ করা হবে তখন মাগরিবের নামাযের পূর্বে খানা খেয়ে নাও। খানা ছেড়ে দিয়ে নামাযের জন্য তাড়াহুড়া করোনা।
باب إِذَا حَضَرَ الطَّعَامُ وَأُقِيمَتِ الصَّلاَةُ
৩৯৮ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا قُدِّمَ الْعَشَاءُ فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا صَلاةَ الْمَغْرِبِ وَلا تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ
(What should one do) if the meal has been served and the Iqama has been pronounced for As-Salat(the prayer)
Narrated Anas bin Malik:
Allah's Messenger (ﷺ) said, "If the supper is served start having it before praying the Maghrib prayer and do not be hasty in finishing it.