লগইন করুন
পরিচ্ছেদঃ ইমামের সুতরা মুক্তাদীরও সুতরা
৩০৯) আবু জুহায়ফা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে নিয়ে ‘বাতহা’ নামক উপত্যকায় যোহর এবং আসরের নামায দু’রাকআত করে পড়লেন। তাঁর সামনে সুতরা স্বরূপ একটি লাঠি রাখা হয়েছিল। তাঁর সামনে দিয়ে গাধা এবং মহিলা অতিক্রম করত।
টিকাঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে দিয়ে যাওয়ার অর্থ হল তাঁর সামনে রাখা সুতরার সামনে দিয়ে অতিক্রম করা।
باب سُتْرَةُ الإِمَامِ سُتْرَةُ مَنْ خَلْفَهُ
৩০৯ ـ عَنْ أَبِي جُحَيْفَةَ : أَنَّ النَّبِيَّ صَلَّى بِهِمْ بِالْبَطْحَاءِ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ، الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، تَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْمَرْأَةُ وَالْحِمَارُ. (بخارى:৪৯৫)
The Sutra of the Imam is also a Sutra for those who are behind him
Narrated `Aun bin Abi Juhaifa:
I heard my father saying, "The Prophet (ﷺ) led us, and prayed a two-rak`at Zuhr prayer and then a tworak` at `Asr prayer at Al-Batha' [??] with a short spear (planted) in front of him (as a Sutra) while women and donkeys were passing in front of him (beyond that stick).