২৭০

পরিচ্ছেদঃ চুলা, আগুন বা অন্য কোন পূজনীয় বস্ত্ত সামনে রেখে কেউ আল্লাহর জন্য নামায পড়লে

২৭০) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম বলেছেনঃ নামায পড়া অবস্থায় আমার সামনে জাহান্নাম পেশ করা হল।

باب مَنْ صَلَّى وَقُدَّامَهُ تَنُّورٌ أَوْ نَارٌ أَوْ شَىْءٌ مِمَّا يُعْبَدُ، فَأَرَادَ بِهِ اللَّهَ

২৭০ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ النَّبِيُّ عُرِضَتْ عَلَيَّ النَّارُ وَأَنَا أُصَلِّي

whoever offered Salat (prayer) with furnace or fire or any other worshipable thing in front of him but he intended Salat solely for Allah


Narrated Anas: The The Prophet (ﷺ) said, "while I was offering salat (prayer) the (Hell) fire was displayed in front of me.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ