২৪৮

পরিচ্ছেদঃ বিছানার উপর নামায পড়া

২৪৮) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরে নামায আদায় করতেন। আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও কিবলার মধ্যখানে নিজ বিছানায় জানাযার মত লম্বা হয়ে শুয়ে থাকতেন।

بَاب الصَّلَاةِ عَلَى الْفِرَاشِ

২৪৮- عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي وَهِيَ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ اعْتِرَاضَ الْجَنَازَةِ

To offer As-Salat (the prayers) on the bed


Narrated `Aisha: Allah Apostle prayed while I was lying like a dead body on his family bed between him and his Qibla.