লগইন করুন
পরিচ্ছেদঃ একবার স্ত্রী সহবাস করার পর পুনরায় সহবাসের ইচ্ছা করলে
১৯১) আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাত এবং দিনের একই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় স্ত্রীদের সাথে মিলিত হতেন। তাদের সংখ্যা ছিল এগারজন। কোন কোন বর্ণনায় এসেছে নয়জন। আনাসকে বলা হল, তিনি কি এত শক্তি রাখতেন? আনাস (রাঃ) বলেনঃ আমরা আলোচনা করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ত্রিশজন পুরুষের শক্তি প্রদান করা হয়েছে।
باب إِذَا جَامَعَ ثُمَّ عَادَ، وَمَنْ دَارَ عَلَى نِسَائِهِ فِي غُسْلٍ وَاحِدٍ
১৯১ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ يَدُورُ عَلَى نِسَائِهِ فِي السَّاعَةِ الْوَاحِدَةِ مِنَ اللَّيْلِ وَالنَّهَارِ، وَهُنَّ إِحْدَى عَشْرَةَ. وفي رواية تسع نسوة وقيل لأنس: أَوَكَانَ يُطِيقُهُ؟ قَالَ: كُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ أُعْطِيَ قُوَّةَ ثَلاثِينَ.
Having sexual intercourse and repeating it. And engaging with one's own wives and taking a single bath (after doing so)
Anas bin Malik said, "The Prophet (ﷺ) used to visit all his wives in a round, during the day and night and they were eleven in number." I asked Anas, "Had the Prophet (ﷺ) the strength for it?" Anas replied, "We used to say that the Prophet (ﷺ) was given the strength of thirty (men)." And Sa`id said on the authority of Qatada that Anas had told him about nine wives only (not eleven).