কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৮৫
পরিচ্ছেদঃ স্বামী-স্ত্রী একসাথে গোসল করা
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ১৮৫, আন্তর্জাতিক নাম্বারঃ ২৫০
১৮৫) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্র হতে পানি নিয়ে পবিত্রতার গোসল করতাম। পাত্রটির নাম ছিল ‘ফারক’।
টিকাঃ যেহেতু উক্ত অবস্থায় একজনের ছিটা অপরের শরীরে লাগার সম্ভাবনা রয়েছে, তদোপরি একসাথে গোসল করেছেন। এ থেকে প্রমাণিত হয় যে, ব্যবহৃত পানি নাপাক নয়।
باب غُسْلِ الرَّجُلِ مَعَ امْرَأَتِهِ
১৮৫ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ قَدَحٍ يُقَالُ لَهُ الْفَرَقُ.
Taking a bath by a man along with his wife
Narrated `Aisha:
The Prophet (ﷺ) and I used to take a bath from a single pot called 'Faraq'.