১৭২

পরিচ্ছেদঃ উট, অন্যান্য হালাল পশু এবং বকরীর খোঁয়াড় প্রসঙ্গে

১৭২) আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ মসজিদ নির্মাণ হওয়ার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাগলের আস্তাবলে নামায আদায় করতেন।

باب أَبْوَالِ الإِبِلِ وَالدَّوَابِّ وَالْغَنَمِ وَمَرَابِضِهَا

১৭২ـ وَعَنْهُ قَالَ: كَانَ النَّبِيُّ يُصَلِّي قَبْلَ أَنْ يُبْنَى الْمَسْجِدُ فِي مَرَابِضِ الْغَنَمِ. (بخارى:২৩৪)

(What is said) about the urine of camels, sheep and other animals and about their folds


Narrated Anas: Prior to the construction of the mosque, the Prophet (ﷺ) offered the prayers at sheep-folds.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ