১৫২

পরিচ্ছেদঃ এক মুদ্দ পানি দিয়ে অযু করা

১৫২) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সা থেকে পাঁচ মুদ্দ পানি দ্বারা গোসল করতেন এবং মাত্র এক মুদ্দ (আনুমানিক ৫০০গ্রাম) পানি দিয়ে অযু করতেন।

টিকাঃ অত্র হাদীছ থেকে বুঝা যাচ্ছে, অযু বা গোসল করার সময় পানি অপচয় করা ঠিক নয়। অপর হাদীছে এসেছে, তিনবারের বেশী পানি ব্যবহার করল সে সীমা লংঘন করল, জুলুম করল এবং অপচয় করল।

باب الْوُضُوءِ بِالْمُدِّ

১৫২ـ وَعَنْهُ قَالَ: كَانَ النَّبِيُّ يَغْسِلُ أَوْ كَانَ يَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ وَيَتَوَضَّأُ بِالْمُدِّ. (بخارى:২০১)

To perform ablution with one Mudd of water. (Mudd is practically 2/3 of the kilogram)


Narrated Anas: The Prophet (ﷺ) used to take a bath with one Sa` up to five Mudds of water and used to perform ablution with one Mudd of water.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ