১৩৩

পরিচ্ছেদঃ অযু ও গোসল ডান দিক থেকে শুরু করা

১৩৩) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুতা পরিধান, মাথার চুল চিরুনী করা, পবিত্রতা অর্জন করা এবং তাঁর সকল কাজ ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন।

টিকাঃ তবে শৌচাগারে যাওয়ার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, নাক পরিস্কার করার সময় এবং শৌচকাজ করার কথা ভিন্ন।

باب التَّيَمُّنِ فِي الْوُضُوءِ وَالْغُسْلِ

১৩৩ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ

While performing ablution or taking a bath one should start from the right side of the body


Narrated `Aisha: The Prophet (ﷺ) used to like to start from the right side on wearing shoes, combing his hair and cleaning or washing himself and on doing anything else.