৩০

পরিচ্ছেদঃ কোন কোন জুলুম অন্য জুলুম থেকে কম পর্যায়ের হয়ে থাকে

৩০) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ যখন আল্লাহর এই বাণী নাযিল হলঃ

﴿الَّذِينَ آَمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ﴾

‘‘যারা ঈমান আনয়ন করেছে এবং স্বীয় ঈমানের সাথে জুলুম মিশ্রিত করেনি, তাদের জন্যই শান্তি এবং তারাই সুপথগামী’’। (সূরা আন-আমঃ ৮২) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ বললেনঃ আমাদের মধ্যে কে আছে যে জুলুম করেনা? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেনঃ

﴿اِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عََظِيمٌ﴾

‘‘নিশ্চয়ই শির্ক সব চেয়ে বড় জুলুম’’। (সূরা লুকমানঃ ১৩)

টিকাঃ মোটকথা, আয়াতের মধ্যে যে জুলুমের কথা এসেছে তা দ্বারা সাধারণ জুলুম তথা নফসের উপর জুলুমকে বুঝানো হয়নি; বরং তা দ্বারা শির্ক উদ্দেশ্য। যা সবচেয়ে বড় জুলুম। তবে চেষ্টা থাকলে সাধারণ জুলুম থেকেও বেঁচে থাকা সম্ভব। এমতাবস্থায় ভীত হওয়ার কারণ নেই।

باب ظُلْمٌ دُونَ ظُلْمٍ

৩০ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: لَمَّا نَزَلَتْ: ﴿الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ﴾ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ: أَيُّنَا لَمْ يَظْلِمْ؟ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: ﴿إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ﴾ (بخارى:৩২)

Dhulm (wrong) of one kind can be greater or lesser than that of another


Narrated 'Abdullah: When the following Verse was revealed: "It is those who believe and confuse not their belief with wrong (worshipping others besides Allah.)" (6:83), the companions of Allah's Messenger (ﷺ) asked, "Who is amongst us who had not done injustice (wrong)?" Allah revealed: "No doubt, joining others in worship with Allah is a great injustice (wrong) indeed." (31.13)