৫৫৭

পরিচ্ছেদঃ ৩৭) বিনা প্রয়োজনে সিজদার স্থান থেকে পাথর প্রভৃতি ঝেড়ে ফেলা এবং ফুঁ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন

৫৫৭. (সহীহ্) জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নামায অবস্থায় পাথর সরিয়ে দেয়ার ব্যাপারে আমি নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ ’’মাত্র একবার সরাবে। সেই একবারও যদি না সরাও তবে উহা তোমার জন্য একশতটি এমন উটনী পাওয়ার চেয়ে উত্তম হবে, যাদের চোখগুলো খুবই কৃষ্ণ বর্ণের।’’ (ইবনে খুযায়মা হাদীছটি বর্ণনা করেছেন ২/৫২)

الترهيب من مسح الحصى وغيره في موضع السجود والنفخ فيه لغير ضرورة

(صحيح) وَعَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَسْحِ الْحَصَى فِي الصَّلاَة فَقَالَ : وَاحِدَةٌ وَلأَنْ تُمْسِكَ عَنْهَا خَيْرٌ لَكَ مِنْ مِئَة نَاقَةٍ كُلُّهَا سُودُ الْحَدَقَ رواه ابن خزيمة


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ