৫৪৯

পরিচ্ছেদঃ ৩৫) নামায অবস্থায় আকাশের দিকে দৃষ্টিপাত করার ব্যাপারে ভীতি প্রদর্শন

৫৪৯. (সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’লোকেরা নামাযে দু’আ পাঠ করার সময় আকাশের দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত হবে, অন্যথা তাদের দৃষ্টিকে আকস্মাৎ ছিনিয়ে নেয়া হবে।’’

(মুসলিম ৪২৯ ও নাসাঈ হাদীছটি বর্ণনা করেছেন ৩/৩৯)

الترهيب من رفع البصر إلى السماء في الصلاة

(صحيح) و عَنْ أبِيْ هُرَيْرَةَ أيضا رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ رَفْعِهِمْ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ عِنْدَ الدُّعَاءِ فِي الصَّلَاةِ أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ. رواه مسلم والنسائي


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ