৫৪২

পরিচ্ছেদঃ ৩৪) রুকূ’-সিজদা পরিপূর্ণ না করা, মেরুদন্ড সোজা করে না দাঁড়ানোর ব্যাপারে ভীতি প্রদর্শন ও একাগ্রতার সাথে নামায আদায় করার ব্যাপারে যে নির্দেশ এসেছে তার বর্ণনা

৫৪২. (হাসান সহীহ) আবু দারদা (রাঃ) থেকে বর্ণিত। নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’এ উম্মতের মধ্যে থেকে সর্বপ্রথম যে জিনিসটা উঠে যাবে তা হচ্ছে নামাযের বিনয় ও একাগ্রতা। এমন এক সময় আসবে যখন একজনও বিনয়ী দেখতে পাবে না।’’

(ত্বাবারানী হাদীছটি বর্ণনা করেছেন)

الترهيب من عدم إتمام الركوع والسجود وإقامة الصلب بينهما وما جاء في الخشوع

(حسن صحيح ) وَعَنْ أبِيْ الدَّرْداَءِ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال أوَّلُ شَيْءٍ يُرْفَعُ مِنْ هذِهِ الأمَّةِ الْخُشُوْعُ حَتىَّ لاَ تَرَى فِيْهاَ خاَشِعاً. رواه الطبراني


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবুদ দারদা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ