৫১৯

পরিচ্ছেদঃ ৩২) ইমামের পিছনে ‘আমীন’ ও দু‘আর মধ্যে ‘আমীন’ বলতে উদ্বুদ্ধকরণ এবং রুকূ’ থেকে দাঁড়িয়ে ও নামায শুরু করার সময় যা বলতে হয় তার বর্ণনা

৫১৯. (সহীহ্) রিফাআ বিন রাফে’ আল যুরাকী থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর পিছনে নামায পড়ছিলাম। তিনি রুকূ’ থেকে মাথা উঠিয়ে যখন বললেন, ’’সামিআল্লাহু লিমান হামিদাহ’’।
পিছন থেকে একজন বলে উঠলঃ (রাববানা ওয়ালাকাল হামদু, হামদান কাছীরান্ তাইয়্যেবান মুবারাকান ফীহ্)  নামায শেষ করে তিনি প্রশ্ন করলেনঃ ’’একথাগুলো কে বলেছে?’’ লোকটি বলল: আমি। তিনি বললেন, আমি দেখেছি তিরিশের অধিক ফেরেশতা প্রতিযোগীতা করছেন কে কথাটি আগে লিখতে পারেন।’’

(হাদীছটি বর্ণনা করেছেন মালেক ১/২১২, বুখারী ৮৯৯, আবু দাউদ ৭৭৩ ও নাসাঈ ২/১৯৬)

الترغيب في التأمين خلف الإمام وفي الدعاء وما يقوله في الاعتدال والاستفتاح

(صحيح) وَعَنْ ر فاعة بن رافع الزرقي رَضِيَ اللَّهُ عَنْهُ قال كنا نصلي وراء النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، قَالَ رَجُلٌ مِنْ وَرَائِهِ : رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ ، فَلَمَّا انْصَرَفَ قَالَ مَنَ الْمُتَكَلِّمُ آنِفًا قَالَ أنَا، قَالَ رَأَيْتُ بَضْعَةً وَثَلاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّل. رواه مالك والبخاري وأبو داود والنسائي


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ