লগইন করুন
পরিচ্ছেদঃ ২৪) ফজর নামায ও আসর নামায শেষে মুসল্লায় বসে থাকার প্রতি উদ্বুদ্ধকরণ
৪৬৯. (হাসান লি গাইরিহী) আবদুল্লাহ বিন গাবের থেকে বর্ণিত। আবু উমামা ও উতবা বিন আবদ্ তার নিকট রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে হাদীছ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ ’’যে ব্যক্তি ফজরের নামায জামাআতের সাথে আদায় করে। তারপর সেখানেই অটল থাকে (মুসল্লায় বসে থাকে) অতঃপর আল্লাহর জন্যে চাশতের নামায আদায় করে, তাকে হজ্জকারী ও ওমরাকারীর ন্যায় ছোয়াব দেয়া হয়, যার হজ্জ ও ওমরা পরিপূর্ণ।’’
(ত্বাবরানী হাদীছটি বর্ণনা করেছেন)
الترغيب في جلوس المرء في مصلاه بعد صلاة الصبح وصلاة العصر
(حسن لغيره) وَعَنْ عبد الله بن غابر أن أمامة وعتبة بن عبد رَضِيَ اللَّهُ عَنْهُمَا حدثاه عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال مَنْ صَلَّى صَلاةَ الصُّبْحِ فِي جَمَاعَةِ ، ثُمَّ ثَبَتَ حَتَّى يُسَبِّحَ سُبْحَةَ الضُّحَى ؛ كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ وَمُعْتَمِرٍ تَامًّا لَهُ حِجَّتُهُ وَعُمْرَتُهُ ». رواه الطبراني