লগইন করুন
পরিচ্ছেদঃ ২৪) ফজর নামায ও আসর নামায শেষে মুসল্লায় বসে থাকার প্রতি উদ্বুদ্ধকরণ
৪৬৪. (হাসান লি গাইরিহী) আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যক্তি ফজরের নামায জামাআতের সাথে আদায় করার পর মুসল্লায় বসে থাকে এবং আল্লাহর যিকিরে লিপ্ত থাকে। অতঃপর সূর্য উদিত হওয়ার পর দু’রাকাআত নামায আদায় করে, তাকে পরিপূর্ণ একটি হজ্জ ও একটি ওমরার ন্যায় ছোয়াব দেয়া হবে।’’
আনাস বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ।’’
(ইমাম তিরমিযী হাদীছটি বর্ণনা করেছেন ৫৭৬)
الترغيب في جلوس المرء في مصلاه بعد صلاة الصبح وصلاة العصر
(حسن لغيره) عَنْ أنَسِ بْنِ ماَلِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ صَلَّى الصبح فِي جَمَاعَةٍ ، ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ ، كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ . قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : تَامَّةٍ ، تَامَّةٍ ، تَامَّةٍ . رواه الترمذي