লগইন করুন
পরিচ্ছেদঃ ১৩) পাঁচ ওয়াক্ত নামায আদায় করা উহার প্রতি যত্নবান হওয়া এবং উহা ওয়াজেব হওয়ার ব্যাপারে ঈমান রাখার প্রতি উদ্বুদ্ধকরণ
৩৭৬. (ছহীহ লি গাইরিহী) আবদুল্লাহ ইবনে কুরত্ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞাসিত হবে তা হচ্ছে "নামায’। যদি নামায সংশোধন হয়ে যায় তাহলে তার সমস্ত আমল সংশোধন হয়ে যাবে। আর নামায যদি বরবাদ হয় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।’’
(ত্বাবরানী [আওসাত গ্রন্থে] বর্ণনা করেন)
الترغيب في الصلوات الخمس والمحافظة عليها والإيمان بوجوبها
(صحيح لغيره) وَعَنْ عبد الله بن قرْط رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَوَّلُ مَا يُحَاسَبُ عليه الْعَبْدُ يَوْمَ الْقِياَمَةِ الصَّلاَةُ، فَإنْ صَلَحَتْ صَلَحَ ساَئِرُ عَمَلِهِ وإنْ فَسَدَتْ فَسَدَ ساَئِرُ عَمَلِهِ. رواه الطبراني في الأوسط