৩৩৮

পরিচ্ছেদঃ ১১) পিঁয়াজ, রসুন, কুর্রাজ, মূলা অথবা তার অনুরূপ দুগর্ন্ধযুক্ত বস্ত্ত খেয়ে মসজিদে আসার ব্যাপারে ভীতি প্রদর্শন

৩৩৮. (সহীহ্) উক্ত হাদীছটি সহীহ্ মুসলিমেও রয়েছে তবে তা আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত।  কিন্তু সে হাদীছে পিঁয়াজের কথা উল্লেখ করা হয়নি। (মুসলিম ৫৬৫)

الترهيب من إتيان المسجد لمن أكل بصلا أو ثوما أو كراثا أو فجلا ونحو ذلك مما له رائحة كريهة

(صحيح) وهو في مسلم من حديث أبي سعيد الخدري بنحوه ليس فيه ذكر البصل


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ