৩৩৪

পরিচ্ছেদঃ ১১) পিঁয়াজ, রসুন, কুর্রাজ, মূলা অথবা তার অনুরূপ দুগর্ন্ধযুক্ত বস্ত্ত খেয়ে মসজিদে আসার ব্যাপারে ভীতি প্রদর্শন

৩৩৪. (ছহীহ্ লি গাইরিহি) আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন রাসুলুল্লাহ্ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কাছে রসুন, পিঁয়াজ এবং কুররাজের কথা আলোচনা করা হল এবং তাকে বলা হল, হে আল্লাহর রাসূল! এগুলোর মধ্যে রসুনের গন্ধটা সবচেয়ে বেশী। আপনি কি এটা হারাম মনে করেন? তখন আল্লাহর রাসূলু (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন,

’’তোমরা উহা খেতে পার। যে ব্যক্তি উহা খাবে সে যেন এই মসজিদের নিকটবর্তী না হয় যতক্ষন পযর্ন্ত না তার মুখ থেকে উহার দুর্গন্ধ দূর হয়ে যায়।’’

(ইবনে খুযায়মা সহীহ গ্রন্থে হাদীছটি বর্ণনা করেছেন ৩/৮৫)

الترهيب من إتيان المسجد لمن أكل بصلا أو ثوما أو كراثا أو فجلا ونحو ذلك مما له رائحة كريهة

(صحيح لغيره) وَعَنْ أبِيْ سَعِيْدٍ الْخُدِرِيْ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الثُّومُ وَالْبَصَلُ وَقِيلَ يَا رَسُولَ اللَّهِ وَأَشَدُّ ذَلِكَ كُلُّهُ الثُّومُ أَفَتُحَرِّمُهُ فَقاَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوهُ وَمَنْ أَكَلَهُ مِنْكُمْ فَلَا يَقْرَبْ هَذَا الْمَسْجِدَ حَتَّى يَذْهَبَ رِيحُهُ مِنْهُ رواه ابن خزيمة في صحيحه


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ