২৬৪

পরিচ্ছেদঃ ৪) বিনা কারণে আযানের পর মসজিদ থেকে বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন

২৬৪. (সহীহ্ লি গাইরিহী) সাঈদ বিন মুসাইয়েব (রাঃ) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্  (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’মুনাফেক ছাড়া আযানের পর মসজিদ থেকে কোন ব্যাক্তি বের হয় না । তবে সে ব্যাক্তির কথা ভিন্ন যে কোন প্রয়োজনে বের হবে এবং ফিরে আসার ইচ্ছা রাখবে। (অর্থাৎ সে মুনাফেক নয়)’’

(আবু দাউদ ’মারাসীল’ হাদীছটি বর্ণনা করেছেন ২৪)

الترهيب من الخروج من المسجد بعد الأذان لغير عذر

(صحيح لغيره) وَعَنْ سعيد بن المسيب رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال لا يخرج من المسجد أحد بعد النداء إلا منافق إلا أحد أخرجته حاجة وهو يريد الرجوع. رواه أبو داود في مراسيله


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ