২৬৩

পরিচ্ছেদঃ ৪) বিনা কারণে আযানের পর মসজিদ থেকে বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন

২৬৩. (সহীহ্ লি গাইরিহী) উছমান (রাঃ) থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ’’মসজিদের মধ্যে থাকাবস্থায় যে ব্যাক্তি আযান পেল, অতঃপর বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হল, কিন্তু সে ফিরে আসার নিয়ত করল না, তবে সে মুনাফিক।’’[1]

(হাদীছটি বর্ণনা করেছেন ইবনু মাজাহ ৭৩৪)

الترهيب من الخروج من المسجد بعد الأذان لغير عذر

(صحيح لغيره) وروي عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَدْرَكَهُ الْأَذَانُ فِي الْمَسْجِدِ ثُمَّ خَرَجَ لَمْ يَخْرُجْ لِحَاجَةٍ وَهُوَ لَا يُرِيدُ الرَّجْعَةَ فَهُوَ مُنَافِقٌ. رواه ابن ماجه


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উসমান ইবন আফফান (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ