২৬১

পরিচ্ছেদঃ ৪) বিনা কারণে আযানের পর মসজিদ থেকে বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন

২৬১. (সহীহ্) এবং হাদীছটি বর্ণনা করেছেন (অর্থাৎ যঈফ তারগীব ও তারহীবে উল্লেখিত আবু হুরায়রার হাদীছটি) মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনু মাজাহ্। তবে ইবনু মাজাহ্ (রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ করেছেন .. শেষ পর্যন্ত বর্ণনা করেন নি।

الترهيب من الخروج من المسجد بعد الأذان لغير عذر

-


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ