২৬০

পরিচ্ছেদঃ ৩) ইকামত দেয়ার প্রতি উদ্বুদ্ধকরণ

২৬০. (সহীহ্ লি গাইরিহী) জাবের (রাঃ) হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’যখন সালাতের জন্য একামত দেয়া হয়, তখন আসমানের দরজা সমূহ খুলে দেয়া হয় এবং দু’আ কবুল করা হয়।’’

(ইবনু লাহিআর রেওয়ায়াতে ইমাম আহমাদ হাদীছটি বর্ণনা করেছেন ৩/২৪২।)

الترغيب في الإقامة

(صحيح لغيره) و عَنْ جَابِرٍ، أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ، فُتِحَتْ أَبْوَابُ السَّمَاءِ، وَاسْتُجِيبَ الدُّعَاءُ. رواه أحمد


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ