২১৪

পরিচ্ছেদঃ ১০) মেসওয়াকের প্রতি উদ্বুদ্ধকরণ ও তার ফযীলতের বর্ণনা

২১৪. (হাসান লি গাইরিহী) হাদীছটি (অর্থাৎ আয়েশা (রাঃ) বর্ণিত হাদীছ যা যঈফ তারগীবে আছে তা) বাযযার আনাস (রাঃ) এর বরাতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’আমি মেসওয়াকের ব্যাপারে এমনভাবে আদিষ্ট হয়েছি যে, আমি আশংকা করছিলাম, আমার দাঁত পড়ে যাবে।’’

الترغيب في السواك وما جاء في فضله

(حسن لغيره) ورواه (يعني حديث عائشة الذي في "الضعيف") البزار من حديث أنس ولفظه قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَقَدْ أُمِرْتُ بِالسِّوَاكِ حَتَّى خَشِيتُ أَنْ أدْرَدَ.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ