২০৯

পরিচ্ছেদঃ ১০) মেসওয়াকের প্রতি উদ্বুদ্ধকরণ ও তার ফযীলতের বর্ণনা

২০৯. (সহীহ) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’মেসওয়াক হল মুখের পবিত্রতা ও পালনকর্তার রেযামন্দী (লাভের অন্যতম মাধ্যম)।’’

(হাদীছটি বর্ণনা করেছেন নাসাঈ ১/১০, ইবনু খুযায়মা ১/৭০ ও ইবনু হিব্বান। ইমাম বুখারীও দৃঢ়তাবোধক শব্দ দ্বারা মুআল্লাকভাবে হাদীছটি বর্ণনা করেছেন।)

الترغيب في السواك وما جاء في فضله

(صحيح) وَعَنْ عائشة رَضِيَ اللَّهُ عَنْهُا أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: السِّواكُ مَطْهَرةٌ للفم مَرْضاةٌ للربّ . رواه النسائي وابن خزيمة في صحيحيهما ورواه البخاري معلقا مجزوما وتعليقاته المجزومة صحيحة