২০৮

পরিচ্ছেদঃ ১০) মেসওয়াকের প্রতি উদ্বুদ্ধকরণ ও তার ফযীলতের বর্ণনা

২০৮. (সহীহ্ লি গাইরিহী) উক্ত হাদীছটি আব্বাস বিন আবদুল মুত্তলিব (রাঃ) এর বরাতে বাযযার ও ত্বাবরানী [কাবীর গ্রন্থে] বর্ণনা করেন। তার বর্ণনায় এসেছেঃ ’’আমার উম্মতের উপর যদি কঠিন মনে না করতাম, তবে যেমন প্রত্যেক সালাতের সময় তাদের উপর ওযু ফরয করে দিয়েছি, তেমনি তাদের উপর প্রত্যেক সালাতের সময় মেসওয়াক ফরয করে দিতাম।’’

الترغيب في السواك وما جاء في فضله

(صحيح لغيره) ورواه البزار والطبراني في الكبير من حديث الْعَبَّاسِ بن عَبْدِ الْمُطَّلِبِ . ولفظه: لَوْلا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَفَرَضْتُ عَلَيْهِمُ السِّوَاكَ عند كُلِّ الصَّلاةُ كَمَا فُرِضَتْ عَلَيْهِمُ الْوُضُوءَ.