২০৭

পরিচ্ছেদঃ ১০) মেসওয়াকের প্রতি উদ্বুদ্ধকরণ ও তার ফযীলতের বর্ণনা

২০৭. (হাসান) যায়নাব বিনতু জাহাশ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’আমার উম্মতের উপর আমি যদি কষ্টকর মনে না করতাম, তবে প্রত্যেক সালাতের সময় তারা যেমন ওযু করে, তেমনি তাদেরকে মেসওয়াক করার আদেশ করতাম।’’

(আহমাদ উত্তম সনদে হাদীছটি বর্ণনা করেছেন ৬/৪২৯)

الترغيب في السواك وما جاء في فضله

(حسن ) وَعَنْ زينب بنت جحش رَضِيَ اللَّهُ عَنْهُا قالت سمعت رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: لَوْلا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتهمْ بِالسِّوَاكِ عند صَلَاةٍ كما يتوُضُؤن. رواه أحمد بإسناد جيد


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ