২০৬

পরিচ্ছেদঃ ১০) মেসওয়াকের প্রতি উদ্বুদ্ধকরণ ও তার ফযীলতের বর্ণনা

২০৬. (সহীহ) আলী বিন আবু তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’আমার উম্মতের উপর আমি যদি কষ্টকর মনে না করতাম, তবে তাদেরকে প্রত্যেক ওযুর সাথে মেসওয়াক করার আদেশ করতাম।’’

(ত্ববরানী [আওসাত] গ্রন্থে হাসান সনদে হাদীছটি বর্ণনা করেছেন। ২/৫৭)

الترغيب في السواك وما جاء في فضله

(حسن صحيح) وَعَنْ علي بن أبي طالب رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَوْلا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتهمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ وُضُوءَ . رواه الطبراني في الأوسط بإسناد حسن


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ